whatsapp channel

LPG Price: মাত্র ৪৫০ টাকায় মিলবে রান্নার গ্যাসের সিলিন্ডার, ভোটের আগেই হল বড় ঘোষণা

রাখি পূর্ণিমার আগেই সারাদেশে কমেছে বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম। কেন্দ্র সরকার দেশবাসীর নাজেহাল অবস্থার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল। সেপ্টেম্বরে কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক সমস্ত সিলিন্ডারে ২০০ টাকা…

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

রাখি পূর্ণিমার আগেই সারাদেশে কমেছে বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম। কেন্দ্র সরকার দেশবাসীর নাজেহাল অবস্থার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল। সেপ্টেম্বরে কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক সমস্ত সিলিন্ডারে ২০০ টাকা করে কমে গ্যাসের দাম। তবে যেহেতু উজ্জ্বলা যোজনার অন্তর্গত গ্যাস সিলিন্ডার আগে থেকেই ২০০ টাকা কম দামে পাওয়া যেত, তেই সেই সিলিন্ডার এখন মোট ৪০০ টাকা সাশ্রয়ে পাওয়া যাচ্ছে। লোকসভা ভোটের আগে কেন্দ্রের এই সিদ্ধান্ত দেশবাসীর কাছে অনেকটাই স্বস্তি বয়ে এনেছে।

আর এবার নভেম্বরে ফের রান্নার গ্যাসের দাম নিয়ে বড় আপডেট সামনে এল। এবার বিজেপির নির্বাচনী ইস্তেহারে বড় দাবি করা হল। ভোটের আগে ইস্তেহার ‘সংকল্প পত্র’-তে দাবি করা হল গ্যাসের দাম কমার বিষয়ে। আর এই ল্যবর যে মধ্যবিত্তদের মনে বড় স্বস্তি দেবে তা বলার অপেক্ষা রাখে না। কারণ সেখানে দাবি করা হয়েছে যে বিজেপি ক্ষমতায় এলে মাত্র ৪৫০ টাকায় মিলবে গ্যাস সিলিন্ডার। যে সিলিন্ডার কিনতে এখন ৬০০ টাকার বেশি খরচ হয়, সেখানে মাত্র ৪৫০ টাকায় গ্যাসের সিলিন্ডার পাওয়া বড় বিষয়।

উল্লেখ্য, সামনেই পাঁচ রাজ্যে রয়েছে বিধানসভা ভোট। আর এই ভোট যে ২০২৪ সালের লোকসভা ভোটের আগে সেমিফাইনালের মতো হতে চলেছে, তা ভালোভাবে বোঝা যাচ্ছে। আর এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে বিজেপিও। কারণ আগামী বছর পুনরায় ক্ষমতায় আসার আগে এই ফলাফল যে ভীষণভাবে গুরুত্বপূর্ণ হবে, তা মোটামুটি পরিস্কার। তাই এইসব ভোটের আগে ইস্তেহারে অনেক জনদরদী প্রকল্পের ঘোষণা করা হচ্ছে

আর এবার বিজেপির সভাপতি জেপি নাড্ডা মধ্যপ্রদেশের নির্বাচনী ইস্তেহারে ঘোষণা করেছেন যে সেখানে বিজেপি ক্ষমতায় এলে গ্যাস সিলিন্ডারের দাম কমিয়ে করা হবে মাত্র ৪৫০ টাকা। এছাড়াও বিজেপির সভাপতি ঘোষণা করেন যে সেই রাজ্যে ক্ষমতায় এলে ‘লাডলি বেহনা যোজনা’র সুবিধার পাশাপাশি ১ লক্ষ মহিলাকে স্থায়ী ঘরের সুবিধাও দেওয়া হবে। তাই মধ্যবিত্তদের সাধারণ জনজীবনের পাশাপাশি যে মহিলাদের উন্নয়নের জন্যও একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

whatsapp logo
Debaprasad Mukherjee
Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা