whatsapp channel

Skin Care Tips: চোখের তলায় ডার্ক সার্কেল কমবে শসার রসে, জেনে নিন সহজ টিপস

চোখের তলায় কালো দাগ দূর করতে সাহায্য করবে শসার রস। অত্যন্ত ভালো একটি খাবার এই শসা, যদি আপনি নিয়মিত খেতে পারেন। তাহলে আপনার শরীরে অনেক ভালো থাকবে। শসা সহজে হজম…

Avatar

চোখের তলায় কালো দাগ দূর করতে সাহায্য করবে শসার রস। অত্যন্ত ভালো একটি খাবার এই শসা, যদি আপনি নিয়মিত খেতে পারেন। তাহলে আপনার শরীরে অনেক ভালো থাকবে। শসা সহজে হজম করাতে সাহায্য করে কিন্তু শসা দিয়ে আপনি চোখের তলার কালো দাগ দূর করতে পারেন, নিমেষের মধ্যে। তার জন্য জেনে নিন সহজ টিপস। Hoophaap এর পাতায় দেখে নিন অসাধারণ টিপস –

একটি পাত্রের মধ্যে তিন টেবিল চামচ শশার রস নিন এবং এর মধ্যে নিন এক টেবিল চামচ মধু এবং এক টেবিল চামচ আলুর রস খুব ভালো করে পুরো মিশ্রণটি মিশিয়ে ফেলুন। তারপর এর মধ্যে তুলো দিয়ে ভালো করে ভিজিয়ে চোখের তলায় সারা রাত যদি লাগিয়ে রাখতে পারেন। তাহলে দেখবেন, নিমেষের মধ্যে আপনার চোখের তলায় কালো দাগ দূর হয়ে গেছে।

এই ভাবেই চোখের তলায় কালো দাগ দূর করতে পারেন। আলুর রসের মধ্যে আছে এই কালো দাগ দূর করতে পারার অসাধারণ ক্ষমতা তাই আলুর রস ব্যবহার করতে পারেন। তবে যদি আপনার কাছে আলুর রস না থাকে তাহলে শুধু শশার রসের যথেষ্ট তবে মধু কিন্তু চোখের তলায় কালো দাগ দূর করে চোখের তলায় যে চামড়া থাকে, তাকে নরম ও ময়েশ্চারাইজ করতে সাহায্য করে।

whatsapp logo