whatsapp channel

কেরালার এই রহস্যময় মন্দিরে পূজিত হন মহাভারতের শকুনি মামা

শকুনি চরিত্রের একটা ইতিবাচক দিক আছে, এই কথা বিশ্বাস করে কেরলের এক বিশেষ সম্প্রদায়। 'কোল্লাম' জেলার 'পবিত্রেশ্বরম' নামক স্থানে শকুনের উদ্দেশ্যে একটি মন্দির তৈরি করেছেন। মন্দিরটির নাম 'মায়ামকট্টু মালঞ্চরুভু মালনাদ'।…

Avatar

HoopHaap Digital Media

Advertisements
Advertisements

শকুনি চরিত্রের একটা ইতিবাচক দিক আছে, এই কথা বিশ্বাস করে কেরলের এক বিশেষ সম্প্রদায়। ‘কোল্লাম’ জেলার ‘পবিত্রেশ্বরম’ নামক স্থানে শকুনের উদ্দেশ্যে একটি মন্দির তৈরি করেছেন। মন্দিরটির নাম ‘মায়ামকট্টু মালঞ্চরুভু মালনাদ’।

Advertisements

এই মন্দিরের মধ্যে একটি সিংহাসন রাখা রয়েছে। এখানকার মানুষরা বিশ্বাস করেন, এখানেই নাকি শকুনি এসে বসেন। শুধু তাই নয়, এখানকার মানুষেরা বিশ্বাস করে শকুনির উদ্দেশ্যে নারকেল, সিল্ক ইত্যাদি প্রণামী ও দেন।

Advertisements

কথিত আছে, শকুনি এখানে এসে শিবের তপস্যায় মগ্ন হয়েছিলেন। তারপর তিনি এখানে এসে মোক্ষলাভ করেন। মালায়ালি ক্যালেন্ডারে মহরম মাসে এখানে উৎসব পালন করা হয়। এখানে ভুবনেশ্বরী দেবী, কিরাত মূর্তি, নাগরাজের মূর্তি রয়েছে।

Advertisements
whatsapp logo
Advertisements
Avatar
HoopHaap Digital Media