Hoop Life

Lifestyle: ভোরের স্বপ্ন নিয়ে দুশ্চিন্তা! জানুন ব্রহ্ম মুহূর্তে স্বপ্ন দেখলে কী হয়

শাস্ত্র মতে রাতের ৩টে থেকে ভোর ৫ টার মধ্যের সময় হল ব্রহ্ম মুহূর্ত। এই সময়ে দেখা স্বপ্নের বিশেষ ইঙ্গিত রয়েছে। অনেক সময় এই সময় দেখা স্বপ্ন সত্যি হয়ে যায়। তবে, স্বপ্ন নিয়ে অনেক দোলাচল আছে। কেউ স্বপ্ন ব্যাপারটাকে মিথ্যে ভাবে কেউ সত্যি ভাবে। কেউ কেউ ভাবেন স্বপ্নের নিচয় কোনো মানে আছে, কেউ ভাবেন স্বপ্ন হল দুশ্চিন্তার এবং অবচেতন মনের প্রতিক্রিয়া। তাও, চলুন দেখে নিই কোন স্বপ্ন কিসের ইঙ্গিত দেয়। নিচে রইলো কিছু ছোট ছোট স্বপ্নের উদাহরণ….

বাচ্চার আনন্দের স্বপ্ন দেখার অর্থ হল সৌভাগ্য বৃদ্ধি। বাচ্চা খেলছে, হাসছে দেখলেই ভাববেন জীবনে দারুন কিছু হতে চলেছে।

স্বপ্নে দেখছেন হয়তো কোথাও চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছেন তবে শুভ যোগ আসন্ন এবং অর্থপ্রাপ্তির সম্ভবনা রয়েছে।

স্বপ্নে যদি সাপ দেখেন ভোর রাত্রে তবে ঘরে নতুন অতিথি আসার ইঙ্গিত রয়েছে, এছাড়াও যদি দেখেন সাপ দংশন করছে তবে সাবধান! খারাপ সময় আসতে চলেছে।

স্বপ্নে যদি দেখে ফেলেন যে আপনি কাউকে আঘাত করে ফেলেছেন, এতে দুশ্চিন্তা করার কিছু নেই। এক্ষেত্রেও অর্থ লাভের সম্ভবনা আছে।

স্বপ্নে দেখলেন যে পরীক্ষায় ফেল করেছেন, কাঁদছেন, এক্ষেত্রে আপনার সাবধান হওয়া উচিত। হয়তো কোনো খারাপ সময় আসতে চলেছে।

স্বপ্নে পাহাড় দেখলে যাত্রার যোগ থাকে, এছাড়া সমুদ্রের স্বপ্ন জীবনে তোলপাড় শুরুর ইঙ্গিত দেয়।

সাদা পাখির স্বপ্ন জীবনে সৌভাগ্য বয়ে আনে এবং নতুন অতিথি লাভের সুযোগ দেয়।

Disclaimer: স্বপ্ন নিয়ে নানান মতভেদ আছে। সবকিছু যে বিশ্বাসযোগ্য হবে এমনটা নয়। তবে এই ব্যাপারগুলো মানুষের বিশ্বাসের উপর নির্ভর করে।

whatsapp logo