কলকাতার বুকেই রয়েছে এক রহস্যময় শিব মন্দির
কলকাতার আনাচে-কানাচে নানান রকমের ইতিহাস রয়েছে। সেই ইতিহাসের কতইনা রহস্য। কলকাতার আনাচ-কানাচ ঘুরে বেড়ালে এই সমস্ত ইতিহাস খুঁজে পাওয়া সম্ভব হয়।
কলকাতাতে মহম্মদ রমজান লেনে অবস্থিত দূর্গেশ্বর শিব বা ‘মোটা মহাদেব’ মন্দির। যদিও এই মন্দিরের অবস্থা খুবই ভগ্নপ্রায়। কিন্তু শুধুমাত্র বিশ্বাসের ওপর ভর করে রোজ এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। অনুমান করা হয়, মন্দিরটি ১৭৯৪ সালে স্থাপিত হয়েছিল। এত বয়সের জন্য অনেকেই একে ‘বুড়ো শিবের মন্দির’ বলেন।
পুরনো এই মন্দির এর উচ্চতা আনুমানিক ৫০ ফুট। শিবলিঙ্গটি প্রায় ১০ ফুট উচ্চতা বিশিষ্ট। এত উঁচু শিবলিঙ্গে জল ঢালার জন্য ব্যবহার করা হয় লোহার সিঁড়ি। ভক্তরা এখানেই সিঁড়ি বেয়ে উঠে শিবের মাথায় জল ঢালে। তবে এই মন্দিরে গেলে দেখা যায় এখানে শিব ঠাকুরকে শিকল দিয়ে আটকে রাখা হয়েছে। এখানের শিব যেন পালিয়ে না যায় তাই এমন ব্যবস্থা।