whatsapp channel

Viral: ‘লাল পাহাড়ির দেশে যা’, লাল শাড়িতে লোকগানের সঙ্গে অসাধারণ নাচলেন সুন্দরী যুবতী

বর্তমানে লোকগান, পল্লীগান প্রায় হারিয়ে যাচ্ছে। সঙ্গীতের জগতে এ বড় আকাল কিন্তু আবার অনেক টেলিভিশনে অনেক রিয়েলিটি শো'র মাধ্যমে অথবা অনেক নাচের মাধ্যমে এই গান আবার নতুন করে মানুষের কাছে…

Avatar

Advertisements
Advertisements

বর্তমানে লোকগান, পল্লীগান প্রায় হারিয়ে যাচ্ছে। সঙ্গীতের জগতে এ বড় আকাল কিন্তু আবার অনেক টেলিভিশনে অনেক রিয়েলিটি শো’র মাধ্যমে অথবা অনেক নাচের মাধ্যমে এই গান আবার নতুন করে মানুষের কাছে নিয়ে আসা হচ্ছে। এইভাবে আঞ্চলিক ভাষার সমৃদ্ধ হোক। আমাদের পশ্চিমবঙ্গের আঞ্চলিক ভাষার সম্ভার আরো বেশি মানুষের কাছে পৌঁছে যাক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কখনো গানের মাধ্যমে কখনো বা সেই গানের নাচের তালে তালে।

Advertisements

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে এক যুবতী লাল রংয়ের শাড়ি এবং লাল রংয়ের ব্লাউজ পরে লাল পাহাড়ির দেশে যা গানের সঙ্গে অসাধারণ নাচ করছে। যদিও তার চারপাশের সবুজের সমারোহ। এক কথায় বলতে গেলে সবুজ পরিবেশ তার মাঝে লাল পোশাক অসাধারণ মানিয়েছে।

Advertisements

ইউটিউব চ্যানেলের নাম ডান্স ষ্টার মৌ। এখানে মৌমিতা নামের যুবতীটি ইতিমধ্যেই সকলের কাছে প্রায় সেলিব্রেটি হয়ে গেছে, আর তারপরই তার এই অসাধারণ নাচ সত্যিই থাকে অনেক বেশি সেলিব্রেটি করে তুলেছে। দু লক্ষ সাবস্ক্রাইবার ছাড়িয়ে গেছে চ্যানেলের তাহলেই বুঝতে পারছেন, জনপ্রিয়তা কত একটি ভিডিও দেওয়ার সাথে সাথেই ভিডিওটি পৌঁছে যায় লক্ষ লক্ষ মানুষের কাছে। এই ভাবেই তো সোশ্যাল মিডিয়ার নতুন নতুন প্রতিভাকে তুলে ধরার চেষ্টা করছে। Hoophaap এর পাতায় দেখে নিন অসাধারণ ভিডিও –

Advertisements

Advertisements
whatsapp logo
Advertisements