Hoop Diary

হিন্দু ধর্মের পবিত্র শক্তিপীঠের অন্যতম কিরীটেশ্বরী মন্দির, জেনে নিন এই মন্দিরের রহস্য

হিন্দুধর্মের শাক্ত মতের পবিত্র তীর্থ শক্তিপীঠ গুলির মধ্যে অন্যতম হল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালবাগ কোর্ট রোড রেলওয়ে স্টেশন থেকে তিন কিলোমিটার দূরে কিরিটকনা গ্রামে অবস্থিত কিরীটেশ্বরী মন্দির। প্রাচীন পীঠস্থান গুলির মধ্যে কিরীট কণা অন্যতম। যদিও বর্তমান মন্দিরটি বেশ পুরোনো নয়। এই মন্দিরের কাছাকাছি রয়েছে একাধিক মন্দির। তান্ত্রিকরা মনে করেন, এখানে দেবী দাক্ষায়ণী সতীর কিরীট অর্থাৎ মুকুটের কণা পড়েছিল।

পৌষ মাসের প্রতি মঙ্গলবার এখানে দেবী ‘কিরীটেশ্বরী মেলা’ বসে। মন্দিরে দেবীর কোন প্রতিমূর্তি নেই। কিন্তু একটি উঁচু পাথরের উপর বেদি আছে। এই বেদির ওপর আরেকটি ছোট বেদি আছে। যা দেবীর কিরীট বলে পূজা করা হয়। কিরীটেশ্বরী মন্দির এর চারিদিকে অনেক ছোট ছোট মন্দির রয়েছে। তার মধ্যে একটি চারচালা মন্দিরকে সপ্তদশ শতাব্দীর তৈরি বলে মনে করা হয়।

১১৭৭ বঙ্গাব্দে বিজয়রাম সেন রচিত ‘তীর্থ মঙ্গলকাব্যে’ কিরীটেশ্বরীর বর্ণনা আছে – সেখানে বলা আছে:-
কিরীটেশ্বরী পূজা দিতে গেলা শীঘ্রগতি।
কথোগুলি বাত্রী গেলা কর্তার সংহতি।।
মহা সরঞ্জাম সঙ্গে গিয়া কিরীটকোণা।
দেবীকে প্রণাম কইল দিয়া কিছু সোনা।।
ষোড়শোপচারে পূজা কইলো ভগবানে।
দক্ষিণা করিলা কত কইলো বিতরণে।।

Related Articles