Hoop VideoHoop Viral

শরীর ছুঁলেই উষ্ণতা, বৃষ্টিতে সিক্ত আম্রপালীকে দেখে কি করলেন নিরাহুয়া?

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম হিট জুটি নিরাহুয়া ওরফে দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) ও আম্রপালী দুবে (Amrapali Dubey)। নিরাহুয়া অভিনেতা-গায়ক-প্রযোজক-পরিচালক হওয়ার পাশাপাশি একজন সাংসদ। তবে তাঁকে ভোজপুরি তারকা বলতেই বেশি স্বচ্ছন্দ তাঁর অনুরাগীর দল। অপরদিকে ইদানিং আম্রপালী হয়ে উঠেছেন মুম্বই টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ। তবে সোশ্যাল মিডিয়ার যুগে লাগাতার ভাইরাল হয়ে চলেছে তাঁদের ফিল্মের পুরানো ক্লিপগুলি। এর মধ্যে অন্যতম হল ‘নিরাহুয়া হিন্দুস্তানি’ নামে বিখ্যাত ভোজপুরি ফিল্মের গান ‘নয়ি ঝুলনি কে ছইয়াঁ’। এই ফিল্মটি দীনেশের কেরিয়ারের মাইলস্টোন বলা চলে। কারণ এই ফিল্মের মাধ্যমেই ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর নামকরণ হয়েছিল নিরাহুয়া অর্থাৎ যে পুরুষ তাঁর স্ত্রীর সিঁথির সিঁদুরের সম্মান করেন।

ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে, সবুজ ধানক্ষেতে জল দিতে ব্যস্ত নিরাহুয়া। গ্রাম্য বধূ আম্রপালী এসেছেন গোলাপি শাড়ি পরে, মাথায় ঘোমটা দিয়ে। নিরাহুয়া তাঁকে দেখে এগিয়ে আসেন। একসাথে তাঁরা চলতে থাকেন আলের উপর দিয়ে। আম্রপালী নিরাহুয়া-র দিকে তাকিয়ে কিছু বলতে চাইলে তিনি গান শুরু করেন। হঠাৎই বদলে যায় চারপাশ। বদলে যায় তাঁর পোশাকও। দেখা যায়, নিরাহুয়ার পরনে রঙচঙে কুর্তা। আম্রপালী পরেছেন সবুজ শিফন শাড়ি। আম্রপালীকে চুম্বন করেন নিরাহুয়া। তাঁর হাত ছাড়িয়ে একটু দূরে গিয়ে নাচতে থাকেন আম্রপালী। জানান দেন, চার মাস পরেই গ্রীষ্মের আগমন ঘটবে।

কিন্তু নিরাহুয়া তাঁকে বলেন, গ্রীষ্মে ঘর্মাক্ত হবেন না আম্রপালী। কারণ তাঁকে নিজের হাতে পাখা দিয়ে হাওয়া করবেন তাঁর স্বামী নিরাহুয়া। এরপরেই দেখা যায়, রাত হয়ে গিয়েছে। নীল রঙের শিফন শাড়ি পরে আগুন পোয়াতে ব্যস্ত আম্রপালী। তিনি বলেন, চার মাস পরে আসবে শীত। নিরাহুয়া বলেন, শীতে তাঁকে কাঁপতে দেবেন না তিনি। এরপরেই শুরু হয় বৃষ্টি। আম্রপালীর পরনে তখন কমলা রঙের শিফন শাড়ি। বাজের আওয়াজে ভয় পেয়ে তিনি জড়িয়ে ধরেন নিরাহুয়াকে।

তবে এবার হল দারুণ ব্যাপার। আম্রপালী যখন বললেন, চার মাস পরে বর্ষা এলে কি হবে! তখন নিরাহুয়ার উত্তর, তিনি আম্রপালীকে ভিজতে দেবেন না। গামছা দিয়ে জড়িয়ে রাখবেন। অপূর্ব ব্যাপার। গামছাটা কি ওয়াটারপ্রুফ? বৃষ্টি পড়লে তো তাও ভিজে যাবে। তখন কি করবেন নিরাহুয়া? আম্রপালীরও কিছু করণীয় নেই। কারণ গানের কথা বদলাতে হবে।

whatsapp logo