Hoop Story

জালে উঠল সুবিশাল ভেটকি মাছ, ৩ লাখে বিক্রি করে রাতারাতি বড়লোক বৃদ্ধা

‘দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ ধরেছি বড়শিতে’ তবে এই মাছ কিন্তু বড়শিতে নয় জালে ধরা পড়েছে। এমন ভেটকি মাছ দেখে পাড়াপড়শির তো হিংসা হওয়ারই কথা। এই মাছের ওজন প্রায় ৫২ কেজি। সাগরদ্বীপের চকফুলডুবি গ্রামে মাছটিকে দেখতে স্থানীয় বাসিন্দাদের হৈ হৈ পড়ে যায়।

ওই গ্রামেরই এক বৃদ্ধা জালে মাছ ধরতে গিয়ে হঠাৎই এই মাছটি ধরে ফেলেন। রাতারাতি তিনিই বড়লোক হয়ে যান। জাহাজ বা নৌকায় ধাক্কা লেগে মাছটি আগে থেকেই ক্ষত-বিক্ষত হয়েছিল। প্রতি কেজি ৬২০০ টাকায় বিক্রি হয়।

এমন বৃহৎ মাছ দেখতে স্থানীয় বাসিন্দারা ভিড় জমায়। তবে তারা মজা করে বলতে থাকেন মাছ বিক্রি করে রাতারাতি বড়লোক হয়ে গেলেন সেই বৃদ্ধা মৎস্যজীবী মানুষটি। মাছটি যেহেতু আগে থেকেই আহত হয়েছিল তাই সহজেই জালে ধরা পড়েছে। আর জালে এমন একটি বৃহৎ আকার মাছ দেখে বৃদ্ধা স্থানীয় বাসিন্দাদের ডেকে নিয়ে আসেন।

Related Articles