Hoop StoryHoop Viral

পেটের জ্বালায় খাবার বিক্রি করে দিন কাটাচ্ছেন এই বয়স্ক ঠাকুমা, ভাইরাল ভিডিও

পেটের জ্বালা মহা জ্বালা। পেটের জ্বালায় শেষ পর্যন্ত খাবার বিক্রি করাকে একমাত্র পথ হিসেবে বেছে নিয়েছেন এক অশীতিপর বৃদ্ধা মহিলা।

রাস্তার ধারে খাবার বিক্রি করে জীবনযাপন করছেন এই বৃদ্ধা মহিলা। পরনে খুব সাধারন পোশাক। এক প্লেট খাবারের দাম ১০ টাকা। মাথায় সাদা চুল, একেবারে সাধারণ পোশাক, গায়ের চামড়া কুঁকড়ে গেছে, বয়সের ভারে অনেকটাই তা ছবি দেখেই বোঝা যাচ্ছে।

সোশ্যাল মিডিয়া হলো এমন একটি প্লাটফর্ম যার ফলে দেশ-বিদেশের আনাচে-কানাচে ঘটতে থাকা নানান রকম ঘটনা খুব সহজেই প্রত্যেকের চোখের সামনে চলে আসে। ফলে অনেকের সুবিধা হয়। অনেকেই সকলের চোখের সামনে চলে আসেন। সকলে চিনতে পারেন বুঝতে পারেন। দেখে নিন সেই ভিডিও।

 

View this post on Instagram

 

There are still many doubts regarding the recent #babakadhaba incident. I believe a press conference is going to be held today which will clear all the doubts in everyone’s mind. Meanwhile we visited #dadikadhaba in Bareily. We do not want you to donate any money to her but it would be great if you coul visit her and encourage her. Infact encourage every Baba Ka Dhaba that you know of. Our team member @vinaysharmaofficiaal visited her and made this video. This is a 70 plus year old woman i.e. Dadi, owns a small Dhaba near Model Town Gate, Opposite Kushlok Hospital. She has no family support and is going in major losses. She was hoping for some light after the unlock projects started but due to her age people were scared to have too much contact. Let’s all support her. Our little contributions can mean gold to her. 🙏

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

Related Articles