VIDEO: কাজলকে জড়িয়ে ধরে ঘনিষ্ঠ হয়ে পড়লেন পবন সিং, দরজা বন্ধ করে দেখুন ভিডিও
পবন সিং এক ভোজপুরী অভিনেতা। তবে শুধুমাত্র যে ভোজপুরী দর্শকরাই তাকে তার ফ্যান আছেন, এমনটা কিন্তু নয়, কারণ ইউটিউবে দেওয়ার পর তা পৌঁছে যায় বিশ্বের বিভিন্ন জায়গায়। তাহলেই বোঝা যাচ্ছে, শুধুমাত্র বিহার, ঝাড়খন্ড, উত্তর প্রদেশ, ছত্রিশগড় নয়, সারা দেশে বিদেশে ছড়িয়ে রয়েছে তার ফ্যান। ভোজপুরী সিনেমা জগতের সুপারস্টার পবন এর সিনেমা অথবা ভিডিও ইউটিউবে দেওয়ার পরই তার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায় এতটাই জনপ্রিয় এই নায়ক।
ভিডিওগুলি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় মুহূর্তের মধ্যেই। শুধুমাত্র নতুন গান এর ভিডিও না, তার একাধিক পুরনো গানও সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে থাকে। তিনি ভোজপুরী সিনেমা জগতের তিনি থাকলেই যে কোন গান একেবারে সুপার-ডুপার হিট হয়ে যায়। তার মত তারকা এই ভোজপুরি সিনেমা জগতে খুব একটা দেখতে পাওয়া যায় না। প্রত্যেকটি গান ইউটিউবে একেবারে সুপার-ডুপার হিট তবে দেরি না করে আমাদের পেজেও দেখে ফেলুন তার অসাধারণ রোমান্টিক সং।
ভোজপুরি সিনেমার জগতে আমরা প্রত্যেকেই পবন সিংকে চিনি, তবে পবন সিং শুধুমাত্র একজন অভিনেতা নয়। যদি একটু খেয়াল করেন, তিনি একজন খুব ভালো গায়ক। সিনেমা জগতের রীতিমতন তোলপাড় ঘটিয়েছেন তিনি অনেক নামকরা অভিনেত্রীদের সঙ্গে। তিনি মাখোমাখো দৃশ্যের অভিনয় করে, এখনো সবার মন জয় করে নিয়েছেন। খেসারি লাল যাদব, দীনেশ লাল যাদবের মতন তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে রীতিমতন পাল্লা দিয়েছেন তিনি।
২০০৮ থেকে তিনি তার সিনেমা জগতে চলা শুরু করেন। তারপরে আর তাকে পিছন ফিরে তাকাতে হয়নি ২০২৩এও তিনি যেন একেবারে চির যুবক। কখনো পাজামা পাঞ্জাবি পরে কখনো আবার ভীষণ সেজেগুজে কখনো আবার স্যান্ডো গেঞ্জি পরে একেবারে ঘরের ছেলে হয়ে নেচে সকলের মন জয় করেছেন তিনি। তার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন অভিনেত্রীরা মোনালিসা, আম্রপালি দুবে, কাজল রাঘবানির, প্রিয়াঙ্কা সিং, অক্ষরা সিং এর সঙ্গে প্রচুর হিট হিট সিনেমা দিয়েছেন তিনি।
‘সরকার রাজ’ সিনেমার অসাধারণ একটি নাচের ভিডিও পুনরায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, পবন সিং এর সঙ্গে উদ্দাম নেচেছেন আমাদের সকলের প্রিয় অভিনেত্রী কাজল রাঘবানি। ‘গানা বেচকে চুমা’ এই গানের সঙ্গে দুজনে নাচলেন, যদিও এই সিনেমাটিতে অনেকেই আছেন তবে এই আইটেম ডান্সটি নেচেছেন তিনি কাজলের সঙ্গে। গানটি গেয়েছেন পবন সিং, প্রিয়াঙ্কা সিং এবং মাধুকার আনান্দ।