Advertisements

Video: সমুদ্র সৈকতে আম্রপালীর কোমর জড়িয়ে ধরে রোম্যান্স নিরাহুয়ার, দরজা বন্ধ করে দেখুন একা

Shreya Maitra Chatterjee

Shreya Maitra Chatterjee

Follow
Advertisements

ভোজপুরী সিনেমা জগতের অন্যতম সুপারস্টারগুলির যে অন্যতম দীনেশ লাল যাদব। তবে তিনি সকলের কাছে নিরাহুয়া নামেই পরিচিত। আর এক একটি ছবি ইউটিউবে আসার পরেই একেবারেই সকলের যেন ঝাঁপিয়ে পড়েন, সেই ছবিটি দেখার জন্য। মুহূর্তের মধ্যেই ছবিটি একেবারে ভাইরাল হয়ে যায়। তবে শুধুমাত্র নতুন গানই নয়, অনেক পুরনো দিনের যে ভিডিওগুলো ইউটিউবে থাকে, সেগুলো কিন্তু এখনো বেশ জনপ্রিয়তা আছে তার। ভোজপুরী সিনেমার জগতে দীনেশ লাল যাদব যেন এক উজ্জ্বল নক্ষত্র।

বর্তমানে ভোজপুরী সিনেমাকে একেবারে জনপ্রিয়তার শিখরে নিয়ে গেছেন দীনেশ লাল যাদব। তবে শুধুমাত্র যে ভোজপুরী দর্শকরাই তাকে তার ফ্যান আছেন, এমনটা কিন্তু নয়, কারণ ইউটিউবে দেওয়ার পর তা পৌঁছে যায় বিশ্বের বিভিন্ন জায়গায়। তাহলেই বোঝা যাচ্ছে, শুধুমাত্র বিহার, ঝাড়খন্ড, উত্তর প্রদেশ, ছত্রিশগড় নয়, সারা দেশে বিদেশে ছড়িয়ে রয়েছে তার ফ্যান। ভোজপুরী সিনেমা জগতের সুপারস্টার দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়ার সিনেমা অথবা ভিডিও ইউটিউবে দেওয়ার পরই তার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায় এতটাই জনপ্রিয় এই নায়ক। এই দীনেশ লাল যাদবের সঙ্গে সবচেয়ে খুব সুন্দর জুটি যাকে ভীষণ ভালো মানায় তিনি হলেন আম্রপালি ডুবে।

ভিডিওগুলি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় মুহূর্তের মধ্যেই। শুধুমাত্র নতুন গান এর ভিডিও না, তার একাধিক পুরনো গানও সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে থাকে। তিনি ভোজপুরী সিনেমা জগতের তিনি থাকলেই যে কোন গান একেবারে সুপার-ডুপার হিট হয়ে যায়। তার মত তারকা এই ভোজপুরী সিনেমা জগতে খুব একটা দেখতে পাওয়া যায় না। প্রত্যেকটি গান ইউটিউবে একেবারে সুপার-ডুপার হিট তবে দেরি না করে আমাদের পেজেও দেখে ফেলুন তার অসাধারণ রোমান্টিক সং।

সমুদ্রের ধারে আম্রপালিকে দেখেই নিয়ন্ত্রণ হারালেন আমাদের সকলের প্রিয় অভিনেতা নিরাহুয়া। তাদের এই অসাধারণ জুটি নাচ মানুষ কিন্তু বেশ উপভোগ করেছেন একথা বলতেই হয়, আপনিও দেখে নিতে পারেন অসাধারণ এই গানের ভিডিওতে যেখানে আম্রপালি কে দেখতে পাওয়া যাচ্ছে। খুব সুন্দর কালো লেহেঙ্গা পরে আমরাপালি দুর্দান্ত নেচেছেন তারই অসাধারণ নাচ সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়েছে। সামান চুন্মুনিয়া গানের সঙ্গে তাদের এই অসাধারণ নাচ সোশ্যাল মিডিয়ার ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে, ইচ্ছা করলে আপনিও দেখে নিতে পারেন এই নাচের ভিডিওটি।

Shreya Maitra Chatterjee
Shreya Maitra Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে ...

Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow