Hoop VideoHoop Viral

VIRAL: অক্ষরা সিংয়ের লাল টুকটুকে ঠোঁটের প্রেমে পড়লেন পবন সিং, ভিডিও ভাইরাল

হরিয়ানভি এবং পাঞ্জাবি গানের পাশাপাশি ভোজপুরী গানের জন্যও শ্রোতাদের ক্রেজ বাড়ছে। এই কারণেই এখন ভোজপুরী গান প্রকাশ্যে আসার সাথে সাথেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে। একই সঙ্গে নতুন ভোজপুরী গান নয়, পাশাপাশি পুরনো গানেরও চাহিদা রয়েছে তুংগে। এই গান যা দর্শকরা একবার না বারবার দেখতে পছন্দ করেন। বলিউডের পাশাপাশি মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরী ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের থেকে অনেক উন্নতি হয়েছে ভোজপুরী ছবিতে।

শুধু গল্প বা নায়ক নায়িকাদের অভিনয় নয়, তাছাড়াও ভোজপুরী সিনেমার গানেও যথেষ্ট উন্নতি আমরা দেখতে পাই। বর্তমানে সেই রকমই একটি সুপার হিট গান কিন্তু আবারো সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হতে শুরু করেছে, এই গানগুলি যখনই ইউটিউবে দেওয়া হয়, তখনই যেন এরা একেবারে প্রাণ পেয়ে যায়, পুরনো ভিডিও কিন্তু নতুন করে মানুষ দেখতে চায়। ভোজপুরী ইন্ডাস্ট্রিতে অভিনেত্রীদের অসাধারণ পারফরম্যান্স যা, কিন্তু সাধারণ মানুষের রাতের ঘুম কেড়ে নিতে পারে। তাদের অসাধারণ এক্সপ্রেশনের জন্য লক্ষ লক্ষ মানুষ তাদেরকে ফলো করে তারই তালিকার মধ্যে আছে ভোজপুরী হট অভিনেত্রী অক্ষরা সিং।

রিলিজ হওয়ার পরেই একেকটি গান যখন youtube এ দেওয়া হয়, তখন একেবারে সুপারহিট হয়ে থাকে। শুধুমাত্র তাই নয়, পুরনো গানের ভিডিও গুলো মাঝেমধ্যে চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে এক একটি ভিডিও লাইক কমেন্ট দেখলে আপনার চোখ একেবারে কপালে উঠে যাবে। এতটাই প্রিয় এখন ভোজপুরী ইন্ডাস্ট্রির। অন্তত এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হলো। যেখানে দেখা যাচ্ছে ভোজপুরী নায়িকা অক্ষরা সিং সঙ্গে স্ক্রিন শেয়ার করলেন পবন সিং। নাচের মাঝে দুই ভোজপুরী তারকা অসাধারণ মাখোমাখোর রোমান্স কিন্তু লাখ লাখ নেটিজেনদের ঘুম উড়িয়ে দিয়েছে একথা বলতেই হবে।

তারা ‘হঁত লালী’ গানের তালে তুমুল নাচ করেছেন। তারা দুজনেই এই নাচের মাধ্যমে অসাধারণ রোমান্স সকলের কাছে পৌঁছে দিয়েছেন। তাদের এই কেমিস্ট্রি মানুষ ভীষণ পছন্দ করেন। তাদের এই একটি গান না যে কোন গানের সঙ্গে নাচ তা কিন্তু লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়। তবে Hoophaap এর পাতায় এই প্রেমের ছবি আপনিও দেখতে পারেন-