Popi Kitchen: জন্মের পরে হাসপাতাল থেকেই সদ্যোজাতকে নিয়ে ভ্লগ, একরত্তি মেয়ের নাম জানালেন পপি
বাংলা ইউটিউব পরিবারে এসেছে নতুন সদস্য। সদ্য মা হয়েছেন ‘পপি কিচেন’ (Popi Kitchen with Village Food) খ্যাত ইউটিউবার পপি চাউলিয়া। গত ৬ এপ্রিল তাঁর মা হওয়ার খবর শেয়ার করা হয় তাঁর ফেসবুক পেজের তরফে। দ্বিতীয় বার এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন পপি। তাঁর স্বামী আগেই শেয়ার করেছিলেন সদ্যোজাত কন্যার ছবি। এবার হাসপাতালের বেড থেকেই নবজাতককে নিয়ে ভ্লগ বানালেন পপি।
সি সেকশনের মাধ্যমে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন পপি। তবে জন্মের পর দুদিন মায়ের কাছ থেকে দূরে রাখা হয়েছিল সদ্যোজাতকে। ডেলিভারির বড়সড় ধকলও গিয়েছে পপির উপর দিয়ে। তবে ভ্লগে তিনি জানান, এখন আগের থেকে অনেকটাই সুস্থ হয়েছেন তিনি। হাতের চ্যানেল খুলে দেওয়া হয়েছে। নিজে হাঁটাচলাও করতে পারছেন। সদ্যোজাত শিশুদের ঘরে গিয়ে এদিন সন্তানকে দুধ খাইয়েছেন তিনি।
প্রথমবার মেয়েকে কোলে নিয়ে, ছোট্ট মেয়ে চোখ মেলে তাকাতেই আবেগঘন হয়ে পড়েন পপি। এদিন ভ্লগে পপি জানান, আপাতত মেয়ের নামের চিন্তা রয়েছে তাঁদের মাথায়। হাসপাতালের ফর্মে লিখতে হবে সদ্যোজাতের নাম। সেই নামেই বার্থ সার্টিফিকেট তৈরি হবে। তবে পপির স্বামী জানান, তাঁদের পরিবারে নাম রাখার কোনো বিশেষ নিয়ম রীতি নেই। পরে কুষ্ঠি তৈরির সময় পুরোহিত মশাই তিথি নক্ষত্র দেখে নাম দেবেন বটে, তবে এখন বার্থ সার্টিফিকেটে যে নাম দেওয়া হবে সেটাই ব্যবহার হবে সর্বত্র।
পপি এবং তাঁর স্বামী সুরজিৎ চাউলিয়ার এক পুত্রসন্তান রয়েছে, নাম অর্জুন। এবার সুরজিতের ইচ্ছা মেয়ের নাম রাখবেন আহেলী, যার অর্থ খাঁটি। তবে এই নামটিই চূড়ান্ত হবে কিনা তা তাঁরা পরের ভ্লগে জানাবেন। প্রসঙ্গত, দ্বিতীয় বার প্রেগনেন্সির ঘোষণা করতেই একাধিক বার পপির মুখে কন্যা সন্তানের প্রতি ইচ্ছা প্রকাশ করতে শোনা গিয়েছিল। অন্যদিকে পপির শ্বশুর মশাই বলেছিলেন, নাতনি হলে ৫০০ জনকে মিষ্টি খাওয়াবেন তিনি। থাকবে এলাহি খাওয়াদাওয়ার বন্দোবস্ত। শেষমেষ পপির ইচ্ছের মানই রেখেছেন ঈশ্বর।