whatsapp channel

Manike Mage Hithe গাইছেন রানু মন্ডল! মজাদার ভিডিও ভাইরাল নেটমহলে

মানিকে মাগে হিতে-র সুরে ভাসলেন রানু মন্ডল (Ranu Mondal)৷ সোশ্যাল মিডিয়ার (Social Media) মাধ্যমে কত কিছুইনা ভাইরাল হয়। মানুষের মনে একবার যদি কোন গান ভালো লাগে, তা একেবারে ঝড়ের গতিতে…

Avatar

HoopHaap Digital Media

Advertisements
Advertisements

মানিকে মাগে হিতে-র সুরে ভাসলেন রানু মন্ডল (Ranu Mondal)৷ সোশ্যাল মিডিয়ার (Social Media) মাধ্যমে কত কিছুইনা ভাইরাল হয়। মানুষের মনে একবার যদি কোন গান ভালো লাগে, তা একেবারে ঝড়ের গতিতে ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনা। আমরা এর আগেও দেখেছি ‘বাচপান কা প্যায়ার’ অথবা শ্রেয়া ঘোষালের গাওয়া ‘পরম সুন্দরী’ গান গুলি মানুষের মনে লেগে গিয়েছিল। ঠিক তেমনি আরেকটি অসাধারণ গান হল মানিকে মাগে হিতে। শ্রীলংকান গায়িকা ইউহানির (Yohani) গাওয়া মানিকে মাগে হিতে (Manike Mage Hite) সমস্ত ভারতবর্ষ জুড়ে সাড়া ফেলেছে তা বোধ হয় আগে কোন গানে এমনটা দেখা যায়নি। গানের ভাষা কেউ বুঝতে পারছে না, শুধুমাত্র সুরের জাদুতে এই ভেসে গেছে গোটা ভারতবাসী।

Advertisements

সেই গানের সুরেই গলা মেলালেন রানু মন্ডল। রানু মন্ডল রানাঘাট স্টেশন থেকে আমরা মুম্বাইতে যাওয়ার সবটাই দেখতে পেয়েছি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার ‘এক প্যায়ার কা নাগমা হ্যা’ (Ek Pyar Ka Nagma Hya) গানটি এতটাই মানুষের কাছে চলে গিয়েছিল যে, তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চলে গিয়েছিলেন বলিউডে। রেলস্টেশন থেকে কয়েক দিনের জন্য একেবারে সেলিব্রেটি হয়ে উঠেছিলেন। তবে যদিও এই ফেমটা বেশিদিন কপালে টেকেনি। তাহলেও বড় বড় নামিদামি সংগীত পরিচালক গায়ক, গায়িকাদের সঙ্গে কয়েক দিন হলেও তিনি বেশ কাটাতে পেরেছিলেন।

Advertisements

সম্প্রতি ‘রাজ লেখা’ নামের একটি পেজ থেকে যেখানে রাজ কুমার বিশ্বাস তিনি রানু মন্ডল এর মুখে বসিয়ে দিলেন ‘মানিকে মাগে হিতে’-র সুর। অসাধারণ ভিডিওটি বেশ এনজয় করলেন নেটিজেনরা তাইতো কয়েকদিনের মধ্যেই প্রায় ৮০০ ওপর শেয়ার হয়ে গেছে । দেখে ফেলেছেন ৬০ হাজারেরও বেশি মানুষ। লাইক দিয়েছেন সাড়ে পাঁচ হাজার মানুষ। অসাধারণ মেয়ে ভিডিওটি মানুষের কাছে পৌঁছোতে খুব বেশি সময় নেয়নি। বর্তমান পরিস্থিতিতে মানুষ যখন হাসতে ভুলে গেছে নানান রকম মানসিক চাপ যখন মানুষকে গ্রাস করে নিয়েছে সেই রকম মুহূর্তে এমন দু-একটি ভিডিও বেশ আনন্দ দেয়।

Advertisements

Advertisements
whatsapp logo
Advertisements
Avatar
HoopHaap Digital Media