মাধ্যমিক পাশে কনস্টেবল পদে চাকরির সুযোগ, চার হাজারেরও বেশি শূন্যপদে চলছে নিয়োগ
যারা একটি সরকারি বা বেসরকারি চাকরির (Recruitment) সন্ধানে রয়েছেন, তাদের জন্য এই প্রতিবেদনটি খুবই কার্যকরী হবে। অনেকেই এমন রয়েছেন যারা শিক্ষিত হয়েও একটি চাকরির জন্য অপেক্ষায় রয়েছেন। এমন কর্মহীনদের মুখে হাসি ফোটাবে এই বড় সুযোগ। কয়েক হাজার কর্মী পদে নিয়োগের ঘোষণা করা হয়েছে। রাজ্যে কয়েক হাজার কনস্টেবল পদে নিয়োগ হতে চলেছে। জারি করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি।
জম্মু ও কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল (স্বরাষ্ট্র বিভাগ) এর অধীনে বিভিন্ন জোনে কনস্টেবলদের জন্য মোট ৪০০২ টি শূন্যপদ ঘোষণা করা হয়েছে জম্মু ও কাশ্মীর সার্ভিসেস সিলেকশন বোর্ডের তরফে। শূন্য পদের সংখ্যা নিম্নরূপ-
কনস্টেবল (সশস্ত্র/ আইআরপি)- ১৬৮৯ জন
কনস্টেবল (এফডিআরএফ)- ১০০ জন
কনস্টেবল (টেলিকমিউনিকেশন)- ৫০২ জন
কনস্টেবল (ফটোগ্রাফার)- ২২ জন
কনস্টেবল এক্সিকিউটিভ পুলিশ (জম্মু)- ১২৪৯ জন
কনস্টেবল এক্সিকিউটিভ পুলিশ (কাশ্মীর)- ৪৪০ জন
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীদের দশম বা দ্বাদশ শ্রেণি পাশ করে থাকতে হবে।
বয়সসীমা
ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে
বেতন সীমা
নির্বাচিত প্রার্থীরা মাসে ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা বেতন পাবেন।
আবেদন প্রক্রিয়া
প্রার্থীদের প্রথমে যেতে হবে অফিসিয়াল সাইটে। সেখানে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে আবেদন ফি জমা দিতে হবে। পেমেন্ট স্লিপ এবং আবেদন পত্রটি নিজের কাছে রেখে দিন।
আবেদন ফি
SC, ST-1, ST-2, EWS শ্রেণির প্রার্থীদের জন্য ফি লাগবে ৬০০ টাকা এবং বাকিদের জন্য লাগবে ৭০০ টাকা।
নির্বাচন প্রক্রিয়া
প্রার্থীকে লিখিত পরীক্ষা, শারীরিক মান পরীক্ষা, শারীরিক দক্ষতা পরীক্ষা, মেডিকেল পরীক্ষা এবং নথি যাচাইকরণের মতো ধাপের মধ্যে দিয়ে যেতে হবে। আগামী ৩০ শে জুলাই আবেদনের শেষ দিন।