whatsapp channel

Lifestyle: শুভকাজে কপালে তিলক লাগান! অজান্তেই করছেন না তো এই মারাত্মক ভুল

হিন্দুশাস্ত্রে তিলকের বিশেষ গুরুত্ব রয়েছে। যেকোনো শুভকাজ হোক বা পূজাপাঠ, কপালে নানা রকমের তিলক আঁকার রীতি রয়েছে পুরাকাল থেকেই। কথিত আছে নিয়মিত তিলক লাগালে ব্যক্তির অন্তরে শক্তির সঞ্চার হয় ও…

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

হিন্দুশাস্ত্রে তিলকের বিশেষ গুরুত্ব রয়েছে। যেকোনো শুভকাজ হোক বা পূজাপাঠ, কপালে নানা রকমের তিলক আঁকার রীতি রয়েছে পুরাকাল থেকেই। কথিত আছে নিয়মিত তিলক লাগালে ব্যক্তির অন্তরে শক্তির সঞ্চার হয় ও তাঁর বৃদ্ধি হয়। তবে একরকম নয়, নানারকম তিলক আঁকার প্রচলন রয়েছে হিন্দুধর্মে। রোলি, হলুদ, চন্দন, ভস্ম, কুমকুমের তিলক লাগায় অনেকেই। কিন্তু জানেন কি, কোন তিলক লাগানো আপনার পক্ষে শুভ? জ্যোতিষশাস্ত্রের মতে, সব রাশির জাতকদের পক্ষে সব তিলক শুভ হয়না। তাই দেখে নিন, আপনার রাশি অনুযায়ী কোন তিলক লাগলে ঘটবে সমৃদ্ধি।

(১) মেষ: জ্যোতিষবিদ্যা অনুসারে এই রাশির অধিপতি মঙ্গল। তাই মেষ রাশির জাতকরা লাল কুমকুম বা রোলির তিলক লাগালে সেটি তাদের জন্য শুভ হয়।

(২) বৃষ: এই রাশির অধিপতি শুক্র। তাই জাতকরা কপালে সাদা চন্দন বা দইয়ের তিলক লাগালে সেটি তাদের জন্য শুভ হয়।

(৩) মিথুন: এই রাশির জাতকরা অষ্টগন্ধের তিলক লাগাতে পারেন। তবে মনে রাখবেন দু ধরনের অষ্টগন্ধ পাওয়া যায় শৈব ও বৈষ্ণব। গৃহস্থ ব্যক্তিরা শৈব অষ্টগন্ধ ব্যবহার করবেন।

(৪) কর্কট: এই রাশির অধিপতি চন্দ্র। তাই মকর রাশির জাতকদের সাদা চন্দনের তিলক লাগানো উচিত।

(৫) সিংহ: সূর্য এই রাশির অধিপতি গ্রহ হওয়ায়, সিংহের জাতকদের লাল কুমকুম বা রোলির তিলক লাগানো উচিত।

(৬) কন্যা: জ্যোতিষবিদ্যা অনুসারে এই রাশির অধিপতি বুধ। টুই জাতকরা অষ্টগন্ধের তিলক লাগালে তা শুভ হবে।

(৭) ধনু: জ্যোতিষশাস্ত্র মতে, এই রাশির অধিপতি বৃহস্পতি। তাই ধনু রাশির জাতকরা হলুদ চন্দন বা হলুদের তিলক লাগান।

(৮) মকর: শনি হলেন এই রাশির অধিপতি। টুই এই রাশির জাতকদের কালো ভস্ম বা কালো কাজলের তিলক লাগানো উচিত।

(৯) কুম্ভ: মকরের মতোই এই রাশির অধিপতি গ্রহও শনি। তাই এই রাশির জাতকদেরও কালো ভস্ম ও কালো কাজলের তিলক লাগানো উচিত।

(১০) মীন: দেবগুরু বৃহস্পতি এই রাশির অধিপতি। তাই হলুদ চন্দন, কেসর বা হলুদের তিলক লাগানো উচিত এই রাশির জাতকদের।

Disclaimer: প্রতিবেদনটি সম্পূর্ণ তথ্যভিত্তিক। যেকোনো সমস্যায় বিশেষজ্ঞর পরামর্শ নিন।

whatsapp logo
Debaprasad Mukherjee
Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা