খারিজ হয়ে গেল মাদক যোগের অপরাধে গ্রেফতার রিয়া চক্রবর্তীসহ ৬ জনের জামিনের আবেদন। গত বুধবারই জামিন নামঞ্জুর করা হয়েছিল। এদিন পুনর্বিবেচনার আবেদনও খারিজ করে দিল মুম্বইয়ের বিশেষ আদালত। রায় জানানোর সময় বিচারক জেবি গুরব বলেন, এটি একটি গুরুতর অপরাধ, এবং এর তদন্ত হওয়া অত্যাবশ্যক।
উল্লেখ্য, এনসিবি এ পর্যন্ত মাদক যোগ মামলায় রিয়ার আগে মাদক ব্যবসায়ী বাসিত পরিহার, জায়েদ বিলাত্রা এবং সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা ও সহকারী দীপেশ সাওয়ান্ত ও রিয়ার ভাই সৌভিককে গ্রেফতার করেছিল।
উল্লেখ্য, রিয়া চক্রবর্তীর ১৪ দিনের জেল হেফাজত আপাতত বহালই রইল। সেই অনুসারে ২২ সেপ্টেম্বর পর্যন্ত জেলেই কাটাতে হবে সুশান্তের বান্ধবীকে।