whatsapp channel

Rituparna Sengupta: পুজোর মুখে সবুজ শাড়িতে সাহসী ফটোশুট ঋতুপর্ণার, ফিদা পুরুষ ভক্তরা

গত বছরের দুর্গাপুজো ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)-র জন্য যথেষ্ট স্পেশ্যাল ছিল। 2022 সালের শেষে রিলিজ করেছিল ঋতুপর্ণা অভিনীত ফিল্ম ‘মহিষাসুরমর্দিনী’। নারীকেন্দ্রিক ফিল্ম হলেও এই ফিল্মে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন পরমব্রত…

Avatar

Nilanjana Pande

Advertisements
Advertisements

গত বছরের দুর্গাপুজো ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)-র জন্য যথেষ্ট স্পেশ্যাল ছিল। 2022 সালের শেষে রিলিজ করেছিল ঋতুপর্ণা অভিনীত ফিল্ম ‘মহিষাসুরমর্দিনী’। নারীকেন্দ্রিক ফিল্ম হলেও এই ফিল্মে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay)। ‘মহিষাসুরমর্দিনী’ বক্স অফিসে মারাত্মক রকমের সফল না হলেও ফিল্ম সমালোচকদের কাছে যথেষ্ট প্রশংসিত হয়েছিল। ভারতের বাইরে ফিল্ম ফেস্টিভ্যালেও সমাদৃত হয়েছিল ‘মহিষাসুরমর্দিনী’। চলতি বছর ঋতুপর্ণার কোনো পুজো রিলিজ না থাকলেও বিভিন্ন ম্যাগাজিনের ফটোশুটে দেখা যাচ্ছে তাঁকে। সম্প্রতি একটি নামী ম্যাগাজিনের ফটোশুটের ঝলক নায়িকা শেয়ার করলেন ইন্সটাগ্রামে।

Advertisements

ঋতুপর্ণার শেয়ার করা ছবিতে তাঁর পরনে রয়েছে হলুদ রঙের হ্যান্ডলুম শাড়ি। শাড়ির আঁচলটি হলুদ রঙের। শাড়ির পাড়েও রয়েছে হলুদ রঙের ছোঁয়া। শাড়ির আঁচল বাঁ কাঁধে নিয়েছেন ঋতুপর্ণা। আঁচলের কিছুটা অংশ বাঁ হাতে জড়িয়ে নিয়েছেন তিনি। এই শাড়ির সাথে একই রঙের হ্যান্ডলুমের করসেট ব্লাউজ পরেছেন ঋতুপর্ণা। ব্লাউজটি অফ শোল্ডার। শাড়ির সাথে ঋতুপর্ণার মেকআপ যথেষ্ট উজ্জ্বল। নজর কাড়ছে তাঁর দুই চোখের স্মোকি আই লুক। ঠোঁট রেঙেছে ন্যুড পিচ শেডের লিপস্টিকে। চিকবোনে রয়েছে পিচ রঙের ব্লাশারের ব্যবহার। খোলা চুলে রয়েছে কার্ল।

Advertisements

ঋতুপর্ণার গলায় রয়েছে কমলা, সবুজ, কালো, লাল রঙের বিডেড নেকপিস। নেকপিসটি ফ্লোরাল প‍্যাটার্নের। ডান হাতে রয়েছে অক্সিডাইজড ব্রেসলেট। হাতের আঙুলে রয়েছে বিগ সাইজড অক্সিডাইজড বৃত্তাকার আংটি। ঋতুপর্ণার ছবির কমেন্ট সেকশন ভরেছে অনুরাগীদের প্রশংসায়।

Advertisements

সাম্প্রতিক কালে মুক্তি পেয়েছে ঋতুপর্ণা প্রযোজিত ও অভিনীত ফিল্ম ‘দত্তা’। এছাড়াও আগামী দিনে তাঁকে দেখা যাবে সাসপেন্স থ্রিলার ঘরানার ফিল্ম ‘শিকার’-এ। রয়েছে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় তৈরি ফিল্ম ‘স্পর্শ’ যাতে অভিনয় করছেন ঋতুপর্ণা। পাশাপাশি রয়েছে মুম্বইয়ের কিছু প্রোজেক্ট ।

Advertisements

whatsapp logo
Advertisements