রবিবার অভিনেত্রী রূপা দত্তকে আদালতে পেশ করা হয়। তাঁর বিরুদ্ধে বইমেলার ভিড়ে কেপমারি করার অভিযোগ উঠেছিল। বইমেলার ব্যস্ততার মধ্যে একটি মহিলাকে ডাস্টবিনে মানিব্যাগ ফেলতে দেখে সন্দেহ করেন পুলিশ। সেই মহিলাটিকে তারপর জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায় তাঁর ব্যাগে রয়েছে প্রচুর এরকম মানিব্যাগ। তাঁর কাছ থেকে নগদ পয়ষট্টি হাজার টাকাও পাওয়া যায়। তদন্তের মাধ্যমে পুলিশ জানতে পেরেছে অভিনেত্রী এর আগেও এরকম কেপমারি করেছেন। বহু অনুষ্ঠানে গিয়ে তিনি চুরির সুযোগ খুঁজতেন। অবশ্য আদালতে দাঁড়িয়ে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেন তিনি। বিচারকের সামনে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাঁকে। তাঁর এক দিনের জেল হেফাজতও হয়েছে।
তাঁকে গ্রেপ্তার করে বিধাননগর উত্তর থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুলিশ তাঁর থেকে একটি ডায়েরি সংগ্রহ করেন। যে ডাইরিতে তিনি লিখে রাখতেন তাঁর সমস্ত হাতসাফাই-র হিসেব।
অঙ্কুশের প্রথম সিনেমা ‘কেল্লাফতে’র নায়িকা ছিলেন রূপা দত্ত। টলি বলি সবমিলিয়ে বহু কাজও করেছেন। ২০০৮ সালে ‘বৈষ্ণোদেবী’ ধারাবাহিকতাকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। দশ বছর থেকেই তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত এমনটাই দাবি রুপার পরিবারের। হিন্দি ছবি সাথী: দ্য কম্পানিয়নেও তাঁকে দেখা যায়।
১৯৮২ সালের ২৯ শে আগস্ট কলকাতায় জন্ম হয় তাঁর। বেলতলা গার্লস হাই স্কুল থেকে তিনি উচ্চ মাধ্যমিক পাস করেন এবং পরে যোগমায়া দেবী কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তাঁকে অভিনয়ে দেখা না গেলেও বিশাল অর্থের মালিক ছিলেন অভিনেত্রী। তদন্তকারীদের মতে কেপমারির মাধ্যমে প্রচুর টাকা উপার্জন করতেন তিনি।
রূপা একটি অভিনয় শেখার প্রতিষ্ঠান চালাতেন। এছাড়া রাজনীতির আঙিনায় তাঁর ছিল অবাধ যাতায়াত। রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে তাঁর ছবিও দেখা যায়।