whatsapp channel

Short Film: স্ত্রীর অবর্তমানে শ্যালিকার সঙ্গে কুকীর্তি জামাইবাবুর, পরিবারের সামনে এই শর্টফিল্ম দেখবেন না

করোনার সময় যখন গোটা পৃথিবী একেবারে ঘরের মধ্যে বন্দি হয়েছিল। তখন মানুষ বিনোদনের জন্য ওয়েব প্ল্যাটফর্মকে কাজে লাগিয়েছিলেন। বিভিন্ন ওয়েব মিডিয়াতে অনেক সিরিজ রিলিজ হয়েছে আর যার রস চেটেপুটে আস্বাদন…

Avatar

Shreya Chatterjee

করোনার সময় যখন গোটা পৃথিবী একেবারে ঘরের মধ্যে বন্দি হয়েছিল। তখন মানুষ বিনোদনের জন্য ওয়েব প্ল্যাটফর্মকে কাজে লাগিয়েছিলেন। বিভিন্ন ওয়েব মিডিয়াতে অনেক সিরিজ রিলিজ হয়েছে আর যার রস চেটেপুটে আস্বাদন করেছে দর্শক মহল। সেই রীতিটাই এখনো রয়ে গেছে। যতই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখুক না কেন, বাড়িতে বসে সিরিজ দেখার যে একটা আলাদাই মজা রয়েছে, তা কিন্তু দর্শকরা ইতিমধ্যেই বুঝে গেছেন।

তবে অবশ্যই আপনার প্রাইভেসি লাগবে। এই ধরনের ওয়েব সিরিজ গুলোকে দেখার জন্য কারণ ওয়েব সিরিজগুলোতে মাত্রা অতিরিক্ত শরীরী খেলা দেখানো হয়েছে, যা কিন্তু বড়দের সামনে বা ছোটদের সামনে একেবারেই আপনি দেখতে পারবেন না। তাইতো সম্প্রতি বোল্ড ওয়েব সিরিজ নিয়ে চর্চা কিছু কম হয় না, বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্ম যেমন উল্লু তে শারীরিক সম্পর্ককে কেন্দ্র করে অনেক গল্প নিয়ে সিরিজ রিলিজ করা হয়, যা দেখে দর্শক মহলের মধ্যে উন্মাদনার শেষ থাকেনা।

বর্তমান প্রজন্ম তাদের প্রত্যেকের হাতেই এখন একটা করে অ্যান্ড্রয়েড ফোন থাকে। আর আমাদের অতিরিক্ত ব্যস্তময় জীবনে যখন টেলিভিশনের সিনেমা দেখার সময় থাকে না। ঠিক সেই সময় রাতে যদি একটা মুঠোফোন থাকে, তাহলেই কিন্তু আমাদের সেই সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তাইতো বর্তমান প্রজন্ম অনেক অংশে ঝুঁকছে, এই মুঠোফোনের মাধ্যমে OTT প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করতে। অবশ্যই এই সিরিজগুলো দেখতে গেলে আপনাকে প্রাইভেসি মেইনটেইন করতে হবে।

Ishara channel অসাধারণ একটি ভিডিও বাইডাল হয়েছে এবং এই অসাধারণ অভিনয় দেখে প্রত্যেকেই রীতি মতন পাগল হয়ে গেছেন যদিও এই ভিডিওগুলোতে সমাজের নানান রকম গল্পকে তুলে ধরার চেষ্টা করা হয়, তবে এখানে কিন্তু একেবারে সত্যি ঘটনা কি সমাজের নানান দিকে ইউটিউবের এই মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়। প্রথমেই দেখতে পাওয়া যাচ্ছে দিদির শ্বশুরবাড়িতে আসে তার ছোট বোন এবং সেই ছোট বোন সেখানকার কলেজ হোস্টেলে ভর্তি হওয়ার জন্য অনেক চেষ্টা করে কিন্তু শেষমেষে কলেজ হোস্টেলে জায়গা পায় না।

তারপর সে ঠিক করে সে তার দিদি জামাইবাবুর সঙ্গেই থাকবে। কিন্তু জামাইবাবুর নজর কোথায় থেকে তার ছোট সালীর উপরে থাকে, এই পুরো ঘটনাটা কিন্তু একেবারে সত্যি ঘটনা অবলম্বন করে সমাজকে একটা শিক্ষা দেওয়ার জন্য দেওয়া হয়েছে। জামাইবাবুর সঙ্গে সম্পর্কটা এত দূরে যায় যে, শালী গর্ভবতী হয় এবং সে গর্ভের সন্তান হলো জামাইবাবু এবং জামাইবাবু আর শালীর কথোপকথন দিদির কান পর্যন্ত যায়, তারপরেই কিন্তু চূড়ান্ত অশান্তি তৈরি হয়। কিন্তু তারপরে কি হবে তা দেখতে হবে। সালী পুরি ঘারওয়ালি আপনিও দেখে নিতে পারেন।

Avatar

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক