whatsapp channel

SBI Fixed Deposit: হাতে আর এক সপ্তাহ, ১৫ ই আগস্টের মধ্যে এই স্কিমে বিনিয়োগ করলেই মিলবে সর্বোচ্চ রিটার্ন

অসময়ের জন্য অর্থ সঞ্চয় সকলের কাছে অপরিহার্য একটি কাজ। আর বড় অঙ্কের অর্থকে সুরক্ষিভাবে বিনিয়োগ করার উদ্দেশ্যেই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলে থাকেন অনেকেই। এই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে একদিকে টাকা…

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

অসময়ের জন্য অর্থ সঞ্চয় সকলের কাছে অপরিহার্য একটি কাজ। আর বড় অঙ্কের অর্থকে সুরক্ষিভাবে বিনিয়োগ করার উদ্দেশ্যেই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলে থাকেন অনেকেই। এই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে একদিকে টাকা যেমন সুরক্ষিত থাকে, তেমনই একটি নির্দিষ্ট সময়সীমা অবধি সেই টাকা রাখলেই ভালো সুদ পাওয়া যায়। যে কারণে সময়কাল শেষ হয়ে যাওয়ার পর রিটার্ন মেলে বেশ ভালো।

এদিকে নানা ব্যাঙ্ক বা সংস্থায় ফিক্সড ডিপোজিট করা গেলেও State Bank of India-তে এই ধরণের দীর্ঘমেয়াদি বিনিয়োগ বেশি জনপ্রিয়। তার কারণ যেমন একদিকে SBI হল ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম, পাশাপাশি এই ব্যাঙ্ক গ্রাহকদের দীর্ঘমেয়াদি এই ধরণের বিনিয়োগে ভালো হারে রিটার্ন পাওয়া যায়। তাই অনেকেরই এমন দীর্ঘমেয়াদি এবং সুরক্ষিত রিটার্নের একমাত্র ঠিকানা হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার স্টেট ব্যাঙ্কের এমন একটি আকর্ষণীয় ফিক্সড ডিপোজিট স্কিম রয়েছে, যেখানে আবেদনের জন্য সময় কিন্তু সীমিত।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ‘অমৃত কলশ’ হল সেই লাভজনক স্কিম। এটি মূলত রক্ত ফিক্সড ডিপোজিট স্কিম। তবে আগামী কয়েকদিনের মধ্যেই বিনিয়োগ করতে হবে এই স্কিমে, নাহলে মিলবে না সুযোগ। এই স্কিমে বিনিয়োগ করার শেষ তারিখ হল ১৫ ই আগস্ট, ২০২৩৷ আর এই স্কিমেই রয়েছে আকর্ষণীয় সুদের হার। বলা যায়, অন্যান্য ব্যাঙ্কের থেকে তুলনামূলক বেশি সুদ দেয় স্টেট ব্যাঙ্ক। ২ কোটি টাকার কম বিনিয়োগে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাধারণ বিনিয়োগকারী ৩% থেকে ৭% পর্যন্ত সুদের হার দেয় এবং প্রবীণ নাগরিকদের জন্য, এটি ৩.৫% থেকে ৭% পর্যন্ত সুদের হার অফার করে৷

স্টেট ব্যাঙ্কের লাভজনক এই স্কিমে টাকা জমা দেওয়ার জন্য আবেদন করা যায় একাধিক পদ্ধতিতে। প্রথমত, স্টেট ব্যাঙ্কের যেকোনো শাখায় গিয়ে এই স্কিমের জন্য আবেদন করতে পারেন।এছাড়াও, এই এফডি স্কিমটি অফিশিয়াল স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট বা ইয়োনো অ্যাপের মাধ্যমে অনলাইনে আবেদন করা যেতে পারে। তার জন্য শুরুতেই লগইন করুন এবং ‘ইন ডিপোজিট এবং ইনভেস্টমেন্ট’ বিভাগের অধীনে FD বিভাগে ক্লিক করুন। বিনিয়োগের পরিমাণে আপনার প্রয়োজনীয় বিবরণ লিখুন। আপনার বিশেষ FD স্কিমের মেয়াদ লিখুন। এটি সর্বাধিক ৪০০ দিনের স্কিম। আপনার যোগ্যতা অনুযায়ী সুদের হার চেক করুন। তারপর পেমেন্ট করে দিলেই হবে বিনিয়োগ।

whatsapp logo
Debaprasad Mukherjee
Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা