whatsapp channel

Short Film: পাড়ার সুন্দরী বৌদির সঙ্গে শরীরের খেলা, উত্তেজক দৃশ্যে ভরপুর এই সাহসী শর্টফিল্ম

করোনার সময় যখন গোটা পৃথিবী একেবারে ঘরের মধ্যে বন্দি হয়েছিল। তখন মানুষ বিনোদনের জন্য ওয়েব প্ল্যাটফর্মকে কাজে লাগিয়েছিলেন। বিভিন্ন ওয়েব মিডিয়াতে অনেক সিরিজ রিলিজ হয়েছে আর যার রস চেটেপুটে আস্বাদন…

Shreya Chatterjee

Shreya Chatterjee

Advertisements
Advertisements

করোনার সময় যখন গোটা পৃথিবী একেবারে ঘরের মধ্যে বন্দি হয়েছিল। তখন মানুষ বিনোদনের জন্য ওয়েব প্ল্যাটফর্মকে কাজে লাগিয়েছিলেন। বিভিন্ন ওয়েব মিডিয়াতে অনেক সিরিজ রিলিজ হয়েছে আর যার রস চেটেপুটে আস্বাদন করেছে দর্শক মহল। সেই রীতিটাই এখনো রয়ে গেছে। যতই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখুক না কেন, বাড়িতে বসে সিরিজ দেখার যে একটা আলাদাই মজা রয়েছে, তা কিন্তু দর্শকরা ইতিমধ্যেই বুঝে গেছেন।

Advertisements

তবে অবশ্যই আপনার প্রাইভেসি লাগবে। এই ধরনের ওয়েব সিরিজগুলোকে দেখার জন্য কারণ ওয়েব সিরিজগুলোতে মাত্রা অতিরিক্ত শরীরী খেলা দেখানো হয়েছে, যা কিন্তু বড়দের সামনে বা ছোটদের সামনে একেবারেই আপনি দেখতে পারবেন না। তাইতো সম্প্রতি বোল্ড ওয়েব সিরিজ নিয়ে চর্চা কিছু কম হয় না, বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্ম যেমন উল্লু তে শারীরিক সম্পর্ককে কেন্দ্র করে অনেক গল্প নিয়ে সিরিজ রিলিজ করা হয়, যা দেখে দর্শক মহলের মধ্যে উন্মাদনার শেষ থাকেনা। শুধুমাত্র উল্লু নয়, যে কোন ধরনের ইউটিউব চ্যানেলেই কিন্তু এই ধরনের মাত্রাতিরিক্ত শারীরিক শয্যার দৃশ্য সমেত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

Advertisements

Read More: Lic অফিসে চাকরির সুযোগ পেতে পারেন আপনিও, চলছে বড়সড় নিয়োগ

Advertisements

বর্তমান প্রজন্ম তাদের প্রত্যেকের হাতেই এখন একটা করে অ্যান্ড্রয়েড ফোন থাকে। আর আমাদের অতিরিক্ত ব্যস্তময় জীবনে যখন টেলিভিশনের সিনেমা দেখার সময় থাকে না। ঠিক সেই সময় রাতে যদি একটা মুঠোফোন থাকে, তাহলেই কিন্তু আমাদের সেই সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তাইতো বর্তমান প্রজন্ম অনেক অংশে ঝুঁকছে, এই মুঠোফোনের মাধ্যমে OTT প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করতে। অবশ্যই এই সিরিজগুলো দেখতে গেলে আপনাকে প্রাইভেসি মেইনটেইন করতে হয়।

Advertisements

শিমারো টিভি তে সম্প্রতি অসাধারণ একটি স্বল্প দৈর্ঘ্যের সিনেমা রিলিজ হয়েছে। যার গল্প কিন্তু অনেকটাই বাস্তবকেন্দ্রিক। আসলে এই ধরনের গল্পগুলো দূর থেকে দেখলে মনে হয়, গল্প কিন্তু বাস্তবে যদি একটুখানি সমাজের চারিদিকে চোখ বোলানো যায়, তাহলে কিন্তু এমন ঘটনা ঘটতেই থাকে। মানুষের লোভ-লালসা কামনা-বাসনা মানুষকে কতটা নিচে নামাতে পারে, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই ভিডিওগুলি।

Read More: বাড়িতে লেগেই আছে অশান্তি ও অর্থকষ্ট? প্রতিদিন এই মারাত্মক ভুল করছেন না তো!

সম্প্রতি দেখতে পাওয়া যাচ্ছে, এক ভাড়া বাড়িতে এক যুবক এবং যুবতী বিবাহিত অবস্থায় থাকে। তাদের জীবন চলছিল একরকম ভাবে হঠাৎই দেখা যায়, যুবতী সে তার নতুন শাড়ি কেনার জন্য তার বরকে কিছু বলতে পারছে না, কারণ তা বরের অতটা পয়সা নেই। তা নিয়ে রাগ প্রকাশ করছে একা একাই ঘরে বসে। এমন সময় বর বাড়িতে আসে এবং সে জানায় তার চাকরিটা আর নেই।

তখন তার স্ত্রী বলে যে তার বাপের বাড়িতে বিষয়টা জানাবে, সেই স্বামী কিছুতেই রাজি হতে চায় না, শ্বশুর বাড়ি থেকে সে কোন সাহায্য নেওয়ার জন্য। অন্যদিকে পাড়ার একটি যুবক সে ক্রিকেট খেলার নাম করে বল তার বাড়িতে ফেলে দেয় এবং মাঝে মধ্যেই সে গৃহবধুর কাছ থেকে বল নিয়ে আসে, তারও কিন্তু এই গৃহবধুর উপরে একটা কুদৃষ্টি পড়ে।

নানান রকম সমস্যার জর্জরিত হয়ে একদিন রাস্তাঘাটে বেরিয়েছিলেন বাজার করতে, বাজার করে ফেরার সময় হঠাৎ করেই দেখেন এক বড় চার চাকা গাড়ি তার গায়ে কাঁদা ছিটিয়ে দিচ্ছে, হঠাৎ করেই দরজা খুলে বেরিয়ে আসেন তার পুরনো দিনের এক বন্ধু। সেই পুরনো দিনের বন্ধুকে বাড়িতে নিয়ে আসেন এবং জানতে পারেন যে সেও একটা খুব ভালো বিজনেসম্যান এবং সেও তার স্বামীকে পার্টনার হিসাবে পেতে চায় তবে ৩০ লক্ষ টাকা প্রয়োজন।

Read More: আকর্ষণীয় ছাড়ে কিনে ফেলুন দুর্দান্ত ফিচার্সের এই স্মার্টফোন

তখন স্বামী খানিকটা ঘাবড়ে যায়, পরবর্তীকালে নানান রকম ভাবে ধার করে সে ৩০ লক্ষ টাকা জোগাড় করে ওই ছেলেটির বাড়ি যায়। হঠাৎ করে ইতিমধ্যেই সে গৃহবধুর কাছে বাড়ির মালিক আসে, কারণ তারা এক মাসের জন্য বাড়ির ভাড়া দিতে পারেনি, তখন ওই পাড়ার ছেলেটির সাহায্য নিয়ে বাড়ির মালিককে বাড়ি থেকে বের করে দেয় কিন্তু তারপরে কি হবে ওই পাড়ার ছেলেটি বা কতদূর এগোবে? তাদের অর্থনৈতিক জীবন ভালো হবে? এইসব প্রশ্নের উত্তর দিতে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে।

whatsapp logo
Advertisements
Shreya Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক