Lifestyle: বাথরুমের টাইলসে ছোপছোপ দাগ দূর করার টিপস
ঘর বা বাথরুমকে ঝকঝকে পরিষ্কার করতে আমরা প্রত্যেকেই পছন্দ করি তার জন্য কত কিছুই না চেষ্টা করে থাকি। কিন্তু কিছুতেই পরিষ্কার করে উঠতে পারি না। বাথরুমের মধ্যে টাইলসে জলের মধ্যে থাকা আয়রনের জন্য ভীষণ বাজে দাগ হয়ে যায়, পাথরের উপরে হওয়া লাল লাল দাগ অস্বস্তিতে ফেলে। কয়েকটা সহজ স্টেপ ফলো করলেই আপনি এই বাথরুমের টাইলস এর ওপরে বা মার্বেলের উপরে হওয়া হলুদ বা লালচে আয়রনের দাগকে একেবারে দূর করে ফেলতে পারেন জেনে নিন স্টেপ বাই স্টেপ। Hoophaap এর পাতায় দেখে নিন সহজ টিপস –
প্রথমে জলের মধ্যে ভিনিগার বা লেবুর রস ভালো করে গুলে নিতে হবে।
যেখানে যেখানে দাগ হয়েছে সেখানে এই জল ঢেলে দিতে হবে ভালো করে।
এরপর অন্তত এক ঘন্টার মতন রেখে দিতে হবে।
পুরনো কলার ঘষা ব্রাশ অথবা টুথব্রাশ এর সাহায্যে এই জায়গা গুলো আস্তে আস্তে ঘষে দিতে হবে।
এক ঘন্টা পরে ভালো করে পরিষ্কার করে নিতে হবে।
মার্বেল নিয়মিত পরিষ্কার করতে সপ্তাহে অন্তত ৩ দিন গরম জলের মধ্যে বেকিং সোডা এবং লিকুইড সোপ ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি দিয়ে ভালো করে মার্বেল এর উপর দিয়ে মুছে নিন। তবে আরেকটা কথা মাথায় রাখতে হবে, সবসময় দেখতে হবে, বাথরুমে যেন কোনভাবেই না জল জমে থাকে, অতিরিক্ত জল জমে থাকলেও কিন্তু মার্বেলের ওপরে অযথা দাগ হয়ে যায়।