Hoop News

Small Saving Schemes Interest Rate: সুদ বাড়ছে PPF, সিনিয়র সিটিজেন, সুকন্যার মতো পোস্ট অফিস স্কিমে? পুজোর মুখে কি লাভ হবে?

পুজোর মুখে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ), সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিম, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের মতো পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের সুদের হার কি বাড়াতে কেন্দ্র সরকার কি জানানো হচ্ছে? আজ সেই প্রশ্নের উত্তরই আপনাদেরকে দেব কারণ ২০২৪ আর ২৫ অর্থ বর্ষের মধ্যে অক্টোবর থেকে ডিসেম্বরে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার ঠিক কতটা থাকবে তা জানতে অনেকেই আগ্রহী হয়ে উঠেছেন। তাই আর দেরি না করে চটপট ডিটেল জেনে নিন।

সংশ্লিষ্ট মহলের ধারণা থেকে জানা যাচ্ছে অক্টোবর এবং ডিসেম্বর এই তিন মাসে বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার একেবারে অপরিবর্তিত রাখা হবে অর্থাৎ বাড়বেও না কমবেও না আপাতত যার সুদের হার রয়েছে সেটা ২০১১ সালে শ্যামলা গোপীনাথ কমিটির তরফে যে ফর্মুলা দেওয়া হয়েছিল কার সঙ্গে মোটামুটি সামঞ্জস্য রয়েছে, তাই এইরকম একটা পরিস্থিতিতে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হারের কোনরকম ভাবেই পরিবর্তন করা হচ্ছে না বলে জানিয়ে দিয়েছে সংশ্লিষ্ট মহল।

বিভিন্ন সঞ্চয় প্রকল্পের সুদের হার কত আপনি জানেন কি? তাহলে আর দেরি না করে চটপট জেনে ফেলুন আপাতত সেভিংস ডিপোজিট এর সুদের হার হল চার শতাংশ। ১ বছরের টার্ম ডিপোজিটের ক্ষেত্রে ৬.৯ শতাংশ হারে সুদ মিলবে। ২ বছরের টার্ম ডিপোজিটে প্রাপ্ত সুদের হার হল ৭ শতাংশ। ৩ বছরের টার্ম ডিপোজিটে ৭.১ শতাংশ হারে সুদ মিলছে। আর ৫ বছরের টার্ম ডিপোজিটে সুদের হার হল ৭.৫ শতাংশ।

Related Articles