Hoop Life

স্টাইলিশ বালুচরী শাড়ির এক ডজন ইউনিক ডিজাইন

পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ শাড়ি গুলির মধ্যে একটি অন্যতম শাড়ি হল বালুচরী। এই শাড়ির বৈশিষ্ট্য হলো এর বয়ন শৈলীতে। আঁচলে এবং পাড়ে পৌরাণিক ও অন্যান্য নকশা বোনা শাড়ি আভিজাত্যের প্রতীক হিসাবে গণ্য করা হয়। কারিগররা খুব দক্ষতার সঙ্গে মোটামুটি এক সপ্তাহ সময়ের মধ্যেই এই শাড়ি তৈরি করে ফেলতে পারেন।

মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ এর নিকটবর্তী অধুনালুপ্ত বালুচর নামক স্থানে এই শাড়ির জন্ম হয়েছে। এখানকার তাঁত শিল্পীদের বসতি জিয়াগঞ্জের নিকটবর্তী বাহাদুরপুর, বেনিয়াপুকুর, রামডহর, আমডহর, বাগডহর আমাইপাড়া প্রভৃতি জায়গা।

এবারের পুজোর অষ্টমী কিংবা নবমীতে সেজে উঠতে পারেন বালুচরী শাড়িতে। উজ্জ্বল রঙের শাড়ির পাশাপাশি হালকা রঙের শাড়ি ও চেষ্টা করতে পারেন। গোলাপি, আকাশী, হালকা সবুজ কিংবা হালকা হলুদ এর ওপর এই নকশা করা শাড়ি আপনার পোশাকে এক আলাদা মাত্রা এনে দেবে। এ সঙ্গে ট্রাই করতে পারেন হালকা গয়না। হাতে ছোট্ট সিল্কের বটুয়া।

Related Articles