VIDEO: টাইট সালোয়ার পরে মঞ্চে নাচ দেখালেন সুনিতা বেবি, ভরপুর উত্তেজিত হলেন পুরুষ ভক্তরা
সুনিতা বেবির নাচ দেখে কুপোকাত ভক্তরা। বর্তমানে সোশ্যাল মিডিয়া হল এমন একটি মাধ্যম যার মাধ্যমে নতুন প্রজন্মের প্রতিভা সকলের কাছে পৌঁছে যায় নিমেষের মধ্যে। যার মাধ্যমে নানান রকম প্রতিভার সকলের কাছে তুলে ধরা যায়। যদিও পুরনো প্রজন্মের মানুষদের ধারণা এই মুঠোফোনই হল নতুন প্রজন্মের উচ্ছন্নে কারণ, কিন্তু আপনি যদি একটু ভালোভাবে দেখেন, তাহলে মুঠোফোনের সাহায্যেও কিন্তু বাড়িতে বসে সৎ পথে রোজগার করা যায়। শুধু তাই নয়, প্রতিভাকেও প্রকাশ করতে পারেন, খুব সহজেই। বাড়ির গৃহবধুরা এই ভাবেই নিজেদের প্রতিভাকে প্রকাশ করতে সক্ষম হয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
সোশ্যাল মিডিয়ায় কত কিছুই না ভাইরাল হয়, আগেকার দিনে এই ধরনের স্টেজ প্রোগ্রামগুলো যখন হতো, তার কিন্তু অনেক পরে মানুষের কাছে গিয়ে পৌঁছতো কোন টেলিভিশনের মাধ্যমে। কিন্তু বর্তমানে এই ধরনের অনুষ্ঠানগুলো সামনাসামনি দেখার পরেও কারো যদি ইচ্ছা হয়, বাড়িতে বসে একটু আয়েশ করে দেখবেন তাহলেও কিন্তু সহজে তা youtube এর মাধ্যমে দেখে নিতে পারেন। বর্তমানে অন্যান্য গানের সঙ্গে ও এই ধরনের হারিয়ানভি গানের কিন্তু বেশ চাহিদা আছে, সেই গানের তালে তালে নাচতে কিন্তু ওস্তাদ এইখানে নৃত্যশিল্পীরা।
সোশ্যাল মিডিয়ার নানা মাধ্যম যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক এবং youtube এর মাধ্যমে ভিডিওগুলো প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে যায়। তাহলে আর আলাদা করে মানুষের কাছে পৌঁছানো নিয়ে চিন্তা করতে হবে না। সম্প্রতি মানুষের মধ্যে হরিয়ানভি নাচ দেখার একটা বেশি উৎসাহ তৈরি হয়েছে। নৃত্যশিল্পীদের মধ্যে সুনিতা বেবি। হালকা অরেঞ্জ রঙের একটি সালোয়ার পরে দুর্দান্ত কায়দায় নিয়ে নেচেছেন আমাদের সকলের প্রিয় নৃত্যশিল্পী সুনিতা বেবি।
‘অমিত শিউরান’ নামক একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়েছে সকলের কাছে। ভিডিওটি দেখা মাত্রই সকলে ভীষণ অবাক হতেন এবং ভিডিওটিকে তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন। পাঁচ বছর আগে ভিডিও দেওয়া হয়েছে এখনো পর্যন্ত প্রায় 19 লক্ষ মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। কেউ কেউ লিখেছেন, কমেন্ট করে ‘বেস্ট বিউটিফুল ডান্স’, আবার কেউ লিখেছেন, ‘সুনিতা বেবি সুপার ডান্স’, কেউ আবার গানের প্রশংসা করে লিখেছেন, ‘ভেরি নাইস সং’। তবে আপনিও যদি চান একবার দেখে নিতে পারেন –