সুশান্তের সঙ্গে অন্যায় হয়েছে, মুম্বাই পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পারিবারিক উকিলের
সুশান্ত মামলার মূল রয়েছে বহু গভীরে তা আজ স্পষ্ট। ইতিমধ্যেই সিবিআই, ইডি ও এনসিবির ত্রিফলা তদন্তের পাশাপাশি সংবাদ মাধ্যম থেকেও প্রতিদিন প্রকাশ পাচ্ছে নতুন নতুন চমকপ্রদ সব তথ্য। মুম্বই পুলিশের ভূমিকা নিয়ে প্রথম থেকেই উঠেছিল প্রশ্ন। এবার সেই মুম্বই পুলিশের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ আনলেন সুশান্তের পারিবারিক উকিল বিকাশ সিং।
সূত্র অনুসারে প্রকাশ পায়, সুশান্তের পরিবার এটা খুন বলে দাবি করলেও পুলিশের কাছে আত্মহত্যা বলেই বয়ান দেয়। কিন্তু এবার এই বিষয়টি সরাসরি নস্যাৎ করলেন বিকাশ সিং।
একটি সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট ভাবে বলেন,’পরিবার কখনোই এমন কোনো বিবৃতি দেয় নি যে সুশান্ত আত্মহত্যা করেছে। এই বিবৃতি পুলিশ মারাঠীতে লিপিবদ্ধ করে। সুশান্তের পরিবার এই মারাঠী ভাষার বিবৃতিতে স্বাক্ষর করতে অস্বীকার করলে জোর করে সেখানে স্বাক্ষর করানো হয়। তাঁদের জানা ছিল না যে বিবৃতিতে কী লেখা ছিল।’ সেই সঙ্গে তিনি আরো বলেন, এই বিবৃতি পরিবারকে পড়েও শোনানো হয় নি।
উল্লেখ্য, প্রথম থেকেই মুম্বই পুলিশের আনা আত্মহত্যার তত্ত্ব মানেন নি সুশান্তের আত্মীয়-পরিবার কিংবা ভক্তেরাও। মামলা নিয়ে পুলিশের উদাসীনতা নিয়েও ওঠে অভিযোগ।