BollywoodHoop PlusHoop Trending

সুশান্তহীন চার মাস পূর্তি, তবুও অজানা মৃত্যুর আসল কারণ, সুবিচার চেয়ে পোস্ট সুশান্তের দিদির

চলতি বছরের গত জুন মাসের ১৪ তারিখেই মুম্বাইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাটে অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত আত্মঘাতী হন। তাঁর বাড়ি থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। আজ অক্টোবরে চার মাস হয়ে গেল অভিনেতা আর নেই। তাঁর মৃত্যু তদন্ত নিয়ে এখন এক নতুন সিনেমার সাথে তুলনা করা হয়। এই মৃত্যুর জোট খুলতে গিয়েও খুলছেনা। এই তদন্তকে ঘিরে সামনে এসেছে অনেক না জানা তথ্য। বলিউডে নাকি আছে নেপোটিজম, ফেভারিটজম।

এই প্রতিভাশালী তারকাকে বলি হতে হয়েছে নেপোটিজমের হাতে। তবে এটি মৃত্যু না খুন তার রহস্য সমাধানে দিন রাত এক করে দিচ্ছে সিবিআই, এনসিবি ও ইডি৷ তবে তদন্তকারী সংস্থারা এখনও কোনও সমাধানসূত্র খুঁজে পায়নি৷ অন্যদিকে সুশান্তের ফ্যানরা আজও দিন-রাত তাঁর কথাই ভেবে চলেছেন৷ পরিবার আজ একবার তাঁকে মনে করে এক না দেখা ভিডিও সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন সুশান্তের বোন শ্বেতা কীর্তি সিং।

এই ভিডিওটিতে প্রয়াত সুশান্তের গলা শোনা যাচ্ছে, পাশাপাশি তাঁকে নানারকমের ট্রেনিং করতেও দেখা যাচ্ছে৷ যা নিমেষে ভাইরাল ভক্তদের মনে দুঃখের জোয়ার আনে। এছাড়াও সুশান্তের মৃত্যুর পর তাঁর একাধিক অদেখা ভিডিও সামনে এসেছে, আর স্বাভাবিকভাবেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে৷

সুশান্তের বোন শ্বেতা তাঁর ভাইয়ের অস্বাভাবিক মৃত্যুর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে ভাইয়ের মৃত্যুর সঠিক ন্যায়বিচার চেয়ে এসেছেন৷ সুশান্তের ফ্যানদের তিনি নিজেরই পরিবর্ধিত পরিবার মনে করেন বলেও জানিয়েছিলেন৷ সম্প্রতি উনি সুশান্তের ফ্যানদের কাছে আবেদন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মন কী বাত ফর এসএসআর -র জন্য ভয়েস মেসেজ পাঠান৷ আর এতে সুশান্তের প্রাক্তন গার্লফ্রেন্ড অঙ্কিতা লোখন্ডেও শ্বেতার এই পদক্ষেপ সমর্থন করেছিলেন৷

শ্বেতা সুশান্তের ভক্তদের উদ্দেশ্যে একটি টুইট করে লিখেছেন, ‘মন কী বাত ফর ন্যায় অর সচ-র জন্য নিজেদের কথা বলার ভালো সুযোগ৷ আমরা এর দ্বারা একজোট হয়ে থাকতে পারি, আর দেখাতে পারি জনতা ন্যায়ের অপেক্ষা করছে, আমি আমার এই পরিবারকে ধন্যবাদ দিতে চাই যাঁরা আমার সঙ্গে সবসময়ে রয়েছেন৷ ’ অন্যদিকে সুশান্ত অনুরাগীরা নানা পোস্টে জানালেন তাঁরা এর শেষ দেখবেন।

 

View this post on Instagram

 

A post shared by Shweta Singh kirti (SSK) (@shwetasinghkirti) on

Related Articles