TRP: প্রথম সপ্তাহেই চমক দিল ‘উমা’, খানিক পিছোলো ‘সর্বজয়া’, রইলো টিআরপি তালিকা
ঘর ছেড়েছে মিঠাই। সিদ্ধার্থ কিছুতেই বিয়ে স্বীকার করবে না। অভিমানী মিঠাই এখন তার জনাই বাড়িতে মায়ের কাছে। গল্প একটু থিতিয়ে গেলেও মিঠাই সেরার সেরা। অন্যদিকে অপরাজিতা অপু ঘুড়ির সুতোয় মাঞ্জা যেমন দিচ্ছে, তেমনই খুকুর খুনীদের ধরার জন্য ছেলে সেজেছে। যদিও এই ধারাবাহিকের জন্য হাসির খোরাক হয়েছে অপু। তাও দ্বিতীয় স্থানে অপু। এদিকে ‘সর্বজয়া’ দ্বিতীয় স্থানে … Read more