চলতি বছরের শুরু থেকেই একের পর এক কিংবদন্তীকে হারাচ্ছে বলিউড। চলে গেছেন সুরকার শ্রাবণ রাঠোর (shravan Rathod)। কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন দিলীপ কুমার (Dilip kumar)। এবার বলিউড হারাল আরও এক প্রতিভাকে। প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা অনুপম শ্যাম (Anupam shyam)।
View this post on Instagram
কয়েকদিন আগে কিডনির সংক্রমণের কারণে মুম্বইয়ের গোরেগাঁও সুবার্বের লাইফলাইন হাসপাতালে ভর্তি করা হয়েছিল অনুপমকে। ক্রমশ শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। তাঁর অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে মাল্টি-অর্গ্যান ফেলিওর-এর পথে চলে যায়। 9 ই অগস্ট ভোরবেলা মাত্র তেষট্টি বছর বয়সে চলে গেলেন অনুপম। মৃত্যুর সময় তাঁর পাশে ছিলেন তাঁর দুই ভাই অনুরাগ (Anurag) ও কাঞ্চন (kanchan)। তাঁর মৃত্যুসংবাদ সংবাদমাধ্যমে জানান তাঁর বন্ধু অভিনেতা যশপাল শর্মা (yashpal sharma)।
যশপাল জানিয়েছেন, অনুপমের পার্থিব শরীর প্রথমে এমএইচএডিএ কলোনীতে নিউ দিনদোষী এলাকায় তাঁর বাসভবনে নিয়ে যাওয়া হবে। সেখানে অন্তিম শ্রদ্ধা জানানোর পর মুম্বইয়ের একটি শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।
গত বছর জুলাই মাসেও কিডনির সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল বর্ষীয়ান অভিনেতাকে। চিকিৎসার কারণে তাঁর সমস্ত সঞ্চিত অর্থ ব্যয় হয়ে গিয়েছিল। ফলে বলিউডের কাছে আর্থিক সাহায্য প্রার্থনা করেছিলেন অনুপম শ্যামের পরিবার। শিল্পীরা সাধ্যমত পাশে দাঁড়িয়েছিলেন। ইতিমধ্যেই চলতি বছর স্টার ভারত চ্যানেলে শুরু হয়েছিল ‘মন কি আওয়াজ প্রতিজ্ঞা’-র দ্বিতীয় সিজন। প্রথম সিজনের মতো দ্বিতীয় সিজনেও ঠাকুর সজ্জন সিং-এর রূপে ফিরে এসেছিলেন অনুপম। শুটিং সামলে সপ্তাহে তিনবার ডায়ালিসিস করাতেন তিনি। মর্যাদা দিয়েছিলেন দর্শকদের। অনুপম বলেছিলেন, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। তাই আরও একবার এই সিরিয়ালের সাথে দর্শকদের মনোরঞ্জন করতে চান তিনি। কিন্তু বাদ সাধল মৃত্যু। তার অমোঘ শীতলতা অকালেই মুড়ে নিল অনুপমকে।
দীর্ঘ কয়েক দশক ধরে অভিনয়জগতে একের পর এক মাইলস্টোন তৈরি করে গিয়েছেন অনুপম। 1996 সালে শ্যাম বেনেগাল (shyam Benegal)-এর বিখ্যাত ফিল্ম ‘সর্দারি বেগম’-এর মাধ্যমে অভিনয় জীবন শুরু করেছিলেন অনুপম শ্যাম। এরপর ‘দিল সে’, ‘জখম’, ‘দুশমন’, ‘সত্য’, ‘হাজারোঁ খোয়াইশে অ্যায়সি’, ‘স্লামডগ মিলিয়নেয়ার’, ‘ব্যান্ডিট কুইন’-এর মতো অন্য ধারার ফিল্মে অভিনয় করেছেন তিনি। টিভির পর্দাতেও তিনি ছিলেন অপ্রতিরোধ্য। ‘রিশতে’, ‘ডোলি আরমানো কি’, ‘কৃষ্ণা চলি লন্ডন’-এর মতো ধারাবাহিকে অভিনয় করলেও ‘মন কি আওয়াজ প্রতিজ্ঞা’ তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে।
A tragic loss indeed!
Actor Anupam Shyamji passed away who was known for creating a fiery image in the TV & film industry, especially in villainous roles! May God give strength to his near & dear ones in this hour of grief!
न भूतो न भविष्यति!🙏🏻
Rest In Peace #AnupamShyam pic.twitter.com/WznDyi3vR8— Pankaj Ratandhayra (@impankajR1) August 8, 2021