দিলীপ ঘোষকে ‘জেঠু’ বানালেন অভিনেতা ভাস্বর, নির্বাচনের নিরিখে লিখে ফেললেন মজার ছড়া
সুনামি শেষে আম্ফান এর মতন করে ধেয়ে আসেন মমতা ব্যানার্জি। এক্কেবারে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বাংলা নিজের আয়ত্তে আনেন। বলেছিলেন ভাঙ্গা পা নিয়ে দেখিয়ে দেবেন তিনি, দেখিয়েও দিয়েছেন। সকলকে চমকে, মোদী ম্যাজিক উল্টে এখন মমতা ব্যানার্জি নিজেই একাই একশো। খেলা হবে স্লোগানে মাতিয়ে রেখেছিলেন তিনি, বাংলার মেয়েদের মায়েদের বুঝিয়ে দিয়েছিলেন রাজ্য গুজরাট হতে দেওয়া চলবে না, তিনি বুঝিয়ে দিয়েছিলেন এই রাজ্য বাংলার মেয়ের।
দিলীপ ঘোষ বলেছিলেন শিল্পীদের রগড়ে দেবেন। এই কথা নিয়ে তখনও ঝড় উঠেছিল, এবার তৃণমূল জিতে যাওয়ায় শিল্পীরা দিলীপ ঘোষকে উত্তম মধ্যম কটাক্ষ করছেন। অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় ইতিমধ্যে একটা কবিতা লিখে ফেললেন দিলীপ ঘোষকে নিয়ে। একেবারে জ্যেঠু তকমা দিয়ে হইচই সৃষ্ঠি করে ফেলেছেন। পড়ুন সেই বিখ্যাত কবিতা –
“দিলীপ জেঠু, দিলীপ জেঠু তোমার বাড়ি যাব…দিলীপ জেঠু তুমি কি আর আমাদের কথা ভাব?” থামেননি ভাস্বর। তিনি লিখে চলেন, “… ভ্যানে বসে প্রচার করেছ এসি’র হাওয়া তলে, ভেবেছিলে বাংলা তুমি নেবে এক আঙুলে তুলে…রাতে এখন ঘুমতে যাই অপার শান্তিতে, তোমার দেখা আর পাবোনা এই বাংলার জমিতে…”। দেখুন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের ফেসবুকে পোস্ট করা চনমনে কবিতা-
ভাস্বরের এমন ধরনের ব্যঙ্গাত্মক ছড়া দেখে অসংখ্য লাইক, কমেন্ট জড়ো হয়। এই পোস্টে কমেন্ট করতে দেখা গিয়েছে ইন্ডাস্ট্রির অনেক অভিনেতা-অভিনেত্রীকেও। এঁদের মধ্যে রয়েছেন খেয়ালী দস্তিদার থেকে শুরু করে সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, প্রিয়া মন্ডলসহ অনেকেই। ইতিমধ্যেই ফেসবুকে ভাইরাল ও জনপ্রিয় হয়েছে এই পোস্টের স্ক্রিনশটও।