whatsapp channel

শেষ হতে চলেছে ‘করুনাময়ী রানী রাসমণি’! অন্ধকার ঘরে মন বাঁধলেন অভিনেত্রী দিতিপ্রিয়া

এই একলা ঘর আমার দেশ, আমার থাকার অভ্যেস" এই গানটা আজকের দিনে সকলের জন্য সত্যি হয়ে উঠেছে। আগে যাদের মন খারাপ হত বা একটু অভিমান হত তখন বন্দী ঘরে বা…

Avatar

HoopHaap Digital Media

Advertisements
Advertisements

এই একলা ঘর আমার দেশ, আমার থাকার অভ্যেস” এই গানটা আজকের দিনে সকলের জন্য সত্যি হয়ে উঠেছে। আগে যাদের মন খারাপ হত বা একটু অভিমান হত তখন বন্দী ঘরে বা কানে হেডফোন লাগিয়ে এই গান শুনতো। কিন্তু, এখন আমরা প্রত্যেকে ঘরবন্দী। কাজ থেকেও নেই অনেকের। আবার কেউ কেউ দিনরাত পরিশ্রম করে চলছে। তাই একদিকে যেমন ঘরবন্দী খেলা অন্যদিকে কঠিন পরিশ্রমের উচ্ছ্বাস।

Advertisements

আমাদের সবার পরিচিত, বিশেষ করে বাংলার দর্শকদের পছন্দের রাণীমার মন খারাপ। কিছুদিন আগেই করোনা থেকে সপরিবারে মুক্তি পেয়েছে। এখন রাণীমা ওরফে দিতিপ্রিয়ার পরিবার কোভিড মুক্ত, কিন্তু কাজ বন্ধ, আর তাই ঘর বন্দী এই অভিনেত্রী। কী করছেন পর্দার রাণীমা তার নিজের ঘরে?

Advertisements

শেষ হতে চলেছে ‘করুনাময়ী রানী রাসমণি’! অন্ধকার ঘরে মন বাঁধলেন অভিনেত্রী দিতিপ্রিয়া

Advertisements

এদিন বাংলায় গরম ছিল চরমে। হিমশিম খাচ্ছিল রাজ্যবাসী। বাংলার সকল মানুষের ঘরে এসি থাকে না, আর থাকলেও প্রত্যেকটা ঘরে খুব কম মানুষের ঘরে এসি লাগানো থাকে। তাই গরমের জ্বলুনি সকলকেই কম বেশি সহ্য করতে হয়েছে এবং হচ্ছেও। এই সময় খোলা জানালার সামনে কিছুক্ষন বসে থাকলে মন্দ হয়না।

Advertisements

শেষ হতে চলেছে ‘করুনাময়ী রানী রাসমণি’! অন্ধকার ঘরে মন বাঁধলেন অভিনেত্রী দিতিপ্রিয়া

সেরকম দিতিপ্রিয়া নিজেও ঘর অন্ধকার করে, ল্যাপটপে পছন্দের গান চালিয়ে খোলা জানালার সামনে বসে কঠিন সময় উপভোগ করলেন একাকী। তার ঘরে বাজছে মৌসুমি ভৌমিকের গান ‘আমি শুনেছি সে দিন তুমি… ’ আর দিতিপ্রিয়া ঘর অন্ধকার করে চুপটি করে জানলায় বসে।

whatsapp logo
Advertisements
Avatar
HoopHaap Digital Media