Hoop Diary
এবার মহালয়ার ৩৫ দিন পর দূর্গাপুজো হওয়ার আসল কারণ জেনে নিন
মহালয়ার ৩৫ দিন পরে এবারের দূর্গা পুজা অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু এবারে কেন এমন হল। এ বছরের মহালয়ার পরের দিন থেকে দেবীপক্ষ শুরু হচ্ছে না কারণ এইদিন আশ্বিন মাসের প্রথম অমাবস্যা। ক্যালেন্ডার অনুযায়ী আবার অমাবস্যা পড়ছে ১৬ ই অক্টোবর। সেই দিন অমাবস্যা শেষ হলে সেই দিন থেকেই শুরু হবে দেবীপক্ষ।
এবারে একই মাসে দুটো অমাবস্যা পড়ে যাওয়ায় এই মাস মলমাস হয়ে গেছে। প্রতি ১৯ বছর অন্তর মলমাস ফিরে আসে। ২০০১ সালে ও ১৯৮২ সালে এমন ঘটনা ঘটেছিল। আর এই হিসাব যদি মেনে চলা হয় তাহলে আবারও ২০৩৯ সালে এই দিন ফিরে আসবে।
মহালয়ার শুরু মানেই দূর্গাপুজোর তোড়জোড় শুরু। কিন্তু এই বছর অপেক্ষা করতে হবে বেশ কিছুটা দিন। তবে বাঙালি আনন্দে এতোটুকু ভাঁটা পড়েনি। করোনার আবহে খানিকটা এলোমেলো হয়ে গেলেও মা দূর্গার আসার জন্য সকলেই পথ চেয়ে বসে আছেন।