Vastu: হবে টাকার বৃষ্টি! এই একটি গাছেই লুকিয়ে রয়েছে যাবতীয় সুখের চাবিকাঠি
সংসারের শুভ অশুভ নির্ভর করে বাস্তুর (Vastu Tips) উপরে। তাই বাড়ি তৈরির সময়ে অনেকে বাস্তু মেনে বাড়ি বানান। বাস্তুর একাধারে যেমন শুভ প্রভাব রয়েছে, তেমন অশুভ প্রভাবও রয়েছে। বাড়িতে থাকা বিভিন্ন বস্তুতে যেমন শুভ অশুভ প্রভাব ফেলার ক্ষমতা রয়েছে, তেমনি সজীব বস্তুতেও রয়েছে। এক্ষেত্রে কিছু কিছু গাছকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মানা হয়, এই গাছগুলির মধ্যে রয়েছে ইতিবাচক শক্তি যা সংসারের পক্ষে অত্যন্ত শুভ। তবে গাছ গুলিকে লাগানোর সঠিক নিয়ম এবং দিক নির্দেশও দেওয়া রয়েছে বাস্তুতন্ত্রে।
বাস্তুতন্ত্রে অ্যালোভেরা (Aloe Vera) গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। অ্যালোভেরা ওরফে ঘৃতকুমারী গাছ সংসারের জন্য শুভ শক্তি ডেকে নিয়ে আসে বলে মানা হয়। এই গাছ বাড়িতে লাগালে সংসারে উপচে পড়ে সুখ, সমৃদ্ধি। তবে অ্যালোভেরা গাছ লাগানোর সঠিক নিয়মও বলে দেওয়া হয়েছে বাস্ততন্ত্রে। যেন তেন ভাবে এই গাছ লাগালে শুভর বদলে অশুভ প্রভাব পড়তে পারে।
বাস্তুশাস্ত্র বলে, অ্যালোভেরা গাছ জীবনের প্রতিটি কাজে সাফল্য এনে দেয়। গৃহস্থের সৌভাগ্য বাড়ায়। যে বাড়িতে অ্যালোভেরা গাছ থাকে সেই বাড়ির সম্পদ, প্রতিপত্তি, শান্তি বৃদ্ধি পায়। সবসময় একটা ইতিবাচক পরিবেশ বিরাজ করে। সাফল্যের পথে সমস্ত বাধা দূর করে অ্যালোভেরার ইতিবাচক প্রভাবে।
বাস্তুশাস্ত্র বলে, বাড়ির পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকে অ্যালোভেরা গাছ লাগানো উচিত। বাড়ির পূর্ব কোণে অ্যালোভেরা গাছ রাখলে মানসিক শান্তি বাড়ে। আবার বাড়ির পশ্চিম দিকে অ্যালোভেরা গাছ লাগানোর পরামর্শ দেন বাস্তুবিদরা। এতে কেরিয়ারে উন্নতি হয়। তবে ভুলেও কখনো বাড়ির উত্তর পশ্চিম দিকে রাখবেন না অ্যালোভেরা গাছ। এতে নেতিবাচক প্রভাব পড়ে সংসারে। অ্যালোভেরা গাছের বহু গুণ উল্লেখ করা রয়েছে বাস্তুশাস্ত্রে। বাড়িতে অ্যালোভেরা গাছ লাগালে পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকার পাশাপাশি সকলের মধ্যে মধুর সম্পর্কও বজায় থাকে। আর্থিক পরিস্থিতিরও উন্নতি হয় অ্যালোভেরা গাছ লাগালে।
Disclaimer: বিশেষজ্ঞদের পরামর্শ এবং মতামতের ভিত্তিতে লেখা হয়েছে প্রতিবেদনটি। ব্যক্তিবিশেষে এর ফল হতে পারে ভিন্ন।