Hoop Life

সুন্দরভাবে বিনুনি বাঁধার তিনটি ইউনিক স্টাইল

পুজোর সময় নতুন জামা কাপড়ের সঙ্গে সাজার সাথে সাথেই হেয়ার স্টাইলটা ভীষণ গুরুত্বপূর্ণ। ছোট চুল মোটামুটি খুলেই যথেষ্ট স্টাইল করা যায় কিন্তু বড় চুল সব সময় সব ড্রেসের সঙ্গে খুলে ভালো লাগেনা। তাই তিন রকমের স্টাইলিশ বিনুনি দেখে নিন।

খোঁপা বিনুনি-»
বড় চুল হলে চুলের গোড়ায় একটি বড় গার্ডার লাগান। চুলগুলোকে গার্ডার বরাবর চারিদিকে ছড়িয়ে দিন। এবার পাশের বেরিয়ে থাকা চুলগুলো দিয়ে বিনুনি করে খোঁপা বরাবর ক্লিপ দিয়ে লাগিয়েনিন।

খোঁপা বিনুনি

খেঁজুরে বিনুনি-»
পুজোর সময় সালোয়ার-কামিজের সঙ্গে খুব সহজেই বেঁধে নিতে পারেন খেঁজুরে বিনুনি। এটি খুব সুন্দর হেয়ার স্টাইল এর মধ্যে পড়ে। বিশেষ করে যাদের বড় চুল তাদের জন্য এটি ভীষণ ভালো।

খেঁজুরে বিনুনি

সাইড বিনুনি-»
রোজ রোজ একই রকমের বিনুনি করতে যদি একঘেঁয়ে লাগে তাহলে একেবারে সাধারণ বিনুনির মতনই শুধু সোজা না করে ব্যাঁকা করবেন। মাথার যে কোনো এক দিক থেকে চুল নিয়ে বিনুনি করে অন্যদিকে এসে শেষ করুন। ঠিক যেমন ছবিতে দেখানো হয়েছে। শাড়ি, সালোয়ার, কামিজ, লেহেঙ্গা পোশাকের সঙ্গে এই হেয়ার স্টাইল ভালোই লাগবে।

সাইড বিনুনি

Related Articles