Hoop Diary

ইতিহাসের পাতায় কি কি ঘটে গিয়েছে আজকের দিনটিতে

আজ ১৩ অক্টোবর। চলুন ফিরে দেখা যাক ইতিহাসের পাতায় আজকের দিনটির গুরুত্ব:-

ঘটনাবলী-»
১) ১৮১২ সালে আজকের দিনে কুইন্সটন হাইডমের যুদ্ধ শুরু হয়।

২) ১৮১৫ সালে আজকের দিনে সিসিলির রাজা জোজামিন মোড়াটের মৃত্যুদণ্ড হয়।

৩) ১৮৮৪ সালে আজকের দিনে ওয়াশিংটন সম্মেলনে গ্রীনউইচ সার্বজনীন মেরু মধ্যরেখা হিসেবে গৃহীত হয়।

৪) ১৯২৩ সালে আজকের দিনে আঙ্কারাকে তুরস্কের নতুন রাজধানী হিসেবে ঘোষণা করা হয়।

৫) ১৯৩৭ সালে আজকের দিনে চীনের জাতীয় বিপ্লবী বাহিনীর নতুন চতুর্থ আর্মি প্রতিষ্ঠিত হয়।

৬) ১৯৪৩ সালে আজকের দিনে ইতালি জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

৭) ১৯৯৯ সালে আজকের দিনে ভারতে হিন্দুত্ববাদী দলের নেতা অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

জন্ম-»
১) ১৮৬২ সালে আজকের দিনে পর্যটক ও লেখক মেরি কিংসলে জন্মগ্রহণ করেন।

২) ১৮৯০ সালে আজকের দিনে মার্কিন ঔপন্যাসিক কনরার্ড রিক্টার জন্মগ্রহণ করেন।

৩) ১৯১১ সালে আজকের দিনে ভারতীয় চলচ্চিত্র অভিনেতা অশোক কুমার জন্মগ্রহণ করেন।

৪) ১৯২৫ সালে লৌহমানবী হিসেবে খ্যাত যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার জন্মগ্রহণ করেন।

৫) ১৯৩৮ সালে আজকের দিনে নুসরত ফাতে আলী খান পাকিস্তানি কাওয়ালী সংগীত শিল্পী জন্মগ্রহণ করেন।

মৃত্যু-»
১) ১৮৮২ সালে আজকের দিনে খ্যাতনামা ফরাসি দার্শনিক ও লেখক জোসেফ আর্থার গোবিনো মৃত্যুবরণ করেন।

২) ১৯১১ সালে আজকের দিনে ভারত হিতৈষী ভগিনী নিবেদিতা মৃত্যুবরণ করেন।

৩) ১৯৬৪ সালে আজকের দিনে কথাশিল্পী সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা প্রেমাঙ্কুর আতর্থী মৃত্যুবরণ করেন।

৪) ১৯৬৪ সালে আজকের দিনে পূর্ব পাকিস্তানী বাঙালি কবি গোলাম মোস্তফা মৃত্যু বরণ করেন।

৫) ১৯৮৭ সালে আজকের দিনে বিখ্যাত ভারতীয় বাঙালি গায়ক ও নায়ক কিশোরকুমার মৃত্যুবরণ করেন।

অন্যান্য-»
আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।

whatsapp logo