ইতিহাসের পাতায় আজকের দিনটির গুরুত্ব রইল জেনে নিন
আজ ৫ই অক্টোবর। চলুন ফিরে দেখা যাক ইতিহাসের পাতায় আজকের দিনটির গুরুত্ব।
ঘটনাবলী-»
১) ১৭৮৯ সালে আজকের দিনে ফরাসি বিপ্লবের সূচনা হয়।
২) ১৭৯৬ সালে আজকের দিনে বৃটেনের বিরুদ্ধে স্পেনের যুদ্ধ ঘোষণা হয়।
৩) ১৮৬৪ সালে আজকের দিনে ঘূর্ণিঝড়ে কলকাতা ও সংলগ্ন অঞ্চলে ১৭ হাজার লোকের মৃত্যু হয়।
৪) ১৯১১ সালে আজকের দিনে পর্তুগালের রাজা মনোয়েল ক্ষমতাচ্যুত হয়ে পলায়ন করেন।
জন্ম
১) ১৮০৮ সালে আজকের দিনে ভিলহেল্ম ভাইতলিং জার্মান কারুশিল্পী এবং উনিশ শতকের বিপ্লবী জন্মগ্রহণ করেন।
২) ১৮৯৪ সালে আজকের দিনে ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায় নামে এক প্রখ্যাত বাঙালি লেখক ও অর্থনীতিবিদ জন্মগ্রহণ করেন।
৩) ১৮৯৫ সালে আজকের দিনে অনুশীলন সমিতির সদস্য ও ভারতের স্বাধীনতা সংগ্রামে হেমন্তকুমার বসু জন্মগ্রহণ করেন।
৪) ১৯০৬ সালে আজকের দিনে ভারতীয় বিপ্লবী মীরা দত্তগুপ্ত জন্মগ্রহণ করেন।
মৃত্যু-»
১) ১৫৬৫ সালে আজকের দিনে ইতালি ও গণিতবিদ ও অধ্যাপক লর্ডভিক ফেরারি মৃত্যুবরণ করেন।
২) ১৮০৫ সালে আজকের দিনে ভারতের গভর্নর লর্ড কর্নওয়ালিস মৃত্যুবরণ করেন।
৩) ১৯৬৮ সালে আজকের দিনে যোগেন্দ্রনাথ মন্ডল নামের এক আধুনিক পাকিস্তান রাষ্ট্রের কেন্দ্রীয় ও স্থানীয় প্রতিষ্ঠাকালীন ব্যক্তিত্ব এবং বিশিষ্ট রাজনৈতিক নেতা
মৃত্যুবরণ করেন।
৪) ১৯৭৪ সালে আজকের দিনে ভারত উপমহাদেশের প্রখ্যাত বাঙালি রাজনীতিবিদ আবুল হাশিম মৃত্যুবরণ করেন।
৫) ।২০১১ সালে আজকের দিনে অ্যাপেল ইনকর্পোরেশন স্থাপক ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ জবস মৃত্যুবরণ করেন।
অন্যান্য-»
১) আজ বিশ্ব বসতি দিবস।