ইতিহাসের পাতায় আজকের দিনটির গুরুত্ব রইল জেনে নিন
আজ ৬ই অক্টোবর, চলুন জেনে নেওয়া যাক ইতিহাসের পাতায় আজকের দিনটির গুরুত্ব কতখানি:-
ঘটনাবলী-»
১) ১৭০২ সালে আজকের দিনে ফোর্ট উইলিয়াম দুর্গের প্রথম ব্রিটিশ পতাকা উত্তোলন হয়।
২) ১৭৬৯ সালে আজকের দিনে ক্যাপ্টেন কুক নিউজিল্যান্ডে পদার্পণ করেন।
৩) ১৮৬০ সালে আজকের দিনে ভারতীয় দন্ডবিধি আইনে পরিণত হয়। তবে এর কার্যকারিতা শুরু হয় পয়লা জানুয়ারি ১৮৬২ সালে।
৪) ১৯১৮ সালে আজকের দিনে তুর্কি সাম্রাজ্যের অধীনে বৈরুতে ফ্রান্সের দখল কায়েম হয়।
৫) ১৯০৮ সালে আজকের দিনে বসনিয়া, হারজেগোভেনিয়া ভূমি খন্ডকে অস্ট্রিয়া নিজে অধিকারভুক্ত করে।
জন্ম-»
১) ১৬৬০ সালে আজকের দিনে পল স্কারণ নামে ফরাসি কবি ও লেখক জন্মগ্রহণ করেন।
২) ১৮২০ সালে আজকের দিনের সুইডিশ অভিনেত্রী জেনি লেন্স জন্মগ্রহণ করেন।
৩) ১৮৯৩ সালে আজকের দিনে বাঙালি জ্যোতিঃপদার্থবিজ্ঞানী মেঘনাথ সাহা জন্মগ্রহণ করেন।
মৃত্যু-»
১) ১৯৯২ সালে আজকের দিনে বিল ওরিলি নামে এক অস্ট্রেলীয় ক্রিকেটার মৃত্যুবরণ করেন।
২) ১৯৮১ সালে আজকের দিনে মোহাম্মদ আনোয়ার সাদাত নামে এক মিশরীয় রাজনীতিবিদ যিনি নোবেল পুরস্কার প্রাপ্ত, মৃত্যুবরণ করেন।
৩) ১৯৬২ সালে আজকের দিনে আমেরিকান অভিনেতা পরিচালক চিত্রনাট্যকার ট্রড ব্রাউনিং মৃত্যুবরণ করেন।