whatsapp channel

আজকের দিনটি ইতিহাস পাতায়

আজ ৮ অক্টোবর। চলুন দেখে নেওয়া যাক ইতিহাসের পাতায় আজকের দিনে ঘটে গিয়েছে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা:- ঘটনাবলী-» ১) ১২৫৬ সালে আজকের দিনে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্বের অন্যতম প্রাচীন সারবান…

Avatar

HoopHaap Digital Media

আজ ৮ অক্টোবর। চলুন দেখে নেওয়া যাক ইতিহাসের পাতায় আজকের দিনে ঘটে গিয়েছে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা:-

ঘটনাবলী-»
১) ১২৫৬ সালে আজকের দিনে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্বের অন্যতম প্রাচীন সারবান বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন হয়।

২) ১৭৩৫ সালে আজকের দিনে ফরাসি গনিত ভূগোলবিদরা পৃথিবীর সঠিক কাঠামো চিহ্নিত করার জন্য প্রথম গবেষণার কাজ শুরু করেছিলেন। এই লক্ষ্যে ফরাসি সরকার বিজ্ঞান একাডেমী গবেষণার কাজের জন্য বিপুল অর্থ বরাদ্দ করেন।

৩) ১৮৮১ সালে আজকের দিনে ভিয়েতনামে দক্ষিণে ভয়াবহ ঘূর্ণিঝড় সংগঠিত হয়। মারাত্মক ঝড়ে বাড়িঘর, ক্ষেত-খামার ধ্বংস হয়ে যায়। ৩ লক্ষ মানুষ প্রাণ হারায়।

৪) ১৮৮৫ সালে আজকের দিনে ফরাসিরা ভিয়েতনামে উপনিবেশ স্থাপন করেন।

৫) ১৯৫৪ সালে আজকের দিনে হো চি মিনের নেতৃত্বে সংগ্রামরত কমিউনিস্টরা হ্যানয় দখল করেন।

জন্ম-»
১) ১৮৬২ সালে আজকের দিনে বাবা আলাউদ্দিন খান নামে পরিচিত বাঙালি সেতার, সানাই বাদক আলাউদ্দিন খাঁ জন্মগ্রহণ করেন।

২) ১৮৮৩ সালে আজকের দিনে জার্মান জীব রসায়নবিদ নোবেলজয়ী ওটো ভারবুর্গ জন্মগ্রহণ করেন।

৩) ১৮৯৪ সালে আজকের দিনে ভারতীয় দলের স্বাধীনতা আন্দোলনের একজন সক্রিয় কর্মী এবং বিপ্লবী ভূপেন্দ্র কুমার দত্ত জন্মগ্রহণ করেন।

৪) ১৯১৭ সালে আজকের দিনে চিকিৎসক বিজ্ঞানী রডনি পোর্টার জন্মগ্রহণ করেন।

মৃত্যু-»
১) ১৮৮০ সালে আজকের দিনে বেঙ্গল থিয়েটারের প্রতিষ্ঠাতা শরৎচন্দ্র বসু মৃত্যুবরণ করেন।

২) ১৯৩৬ সালে আজকের দিনে আধুনিক হিন্দি, উর্দু ভাষার লেখক মুন্সি প্রেমচাঁদ মৃত্যু বরণ করে।

৩) ১৯৪৩ সালে আজকের দিনে আমেরিকান কৌতুক অভিনেতা চিত্রনাট্যকার পশ্চাদ্ধাবন তেজ মৃত্যুবরণ করেন।

৪) ১৯৫২ সালে আজকের দিনে মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক এডওয়ার্ড জুইক মৃত্যুবরণ করেন।

৫) ১৯৬৭ সালে আজকের দিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড এন্টনি মৃত্যুবরণ করেন।

অন্যান্য-»
১) আজ বিশ্ব দৃষ্টি দিবস।
২) আজ ভারতীয় বায়ুসেনা দিবস।

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media