Hoop Diary

মা সন্তোষীর আশীর্বাদে এই রাশিগুলির জন্য দিনটি শুভ, মিলিয়ে দেখুন নিজের রাশিফল

আজ ১৬ই এপ্রিল (২রা বৈশাখ) শুক্রবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ আজ আপনার সন্তানের কোনো বড় অসুখ হওয়ার সম্ভাবনা আছে। ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করান। নিজের প্রতি যত্নশীল হন। ভালো করে খাওয়া দাওয়া ও ওষুধ খাওয়া দাওয়া করুন।

বৃষঃ আজ আপনার অফিসে প্রমোশন হতে পারে। ব্যবসায়ে উন্নতি হতে পারে। আজ আপনার উপার্জন বাড়তে পারে। মন দিয়ে কাজ করুন। আজ দিনটি বেশ ভালোই যাবে।

মিথুনঃ আজ আপনার ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ বাড়তে পারে। সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। দাম্পত্য সুখ সুখকর হবে। সঙ্গীর সাথে দিনটি বেশ ভালোই কাটবে ।

কর্কটঃ আজ আপনার রাগের কারণে বাড়িতে বা রাস্তায় কোনো দুর্ঘটনার কবলে পড়ার সম্ভাবনা আছে। মাথা ঠান্ডা রাখুন। সাবধানে চলাফেরা করুন।

সিংহঃ আজ আপনার জলপথে বিপদের সম্ভাবনা আছে। আজ আপনি চোখ কান খোলা রেখে কাজ করুন। নিজের প্রতি যত্নশীল হন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

কন্যাঃ আজ আইনজীবীদের জন্য দিনটি বেশ শুভ। মন দিয়ে নিজের কাজ করুন। কেস গুলি ভালো করে পর্যবেক্ষণ করুন। দিনটি বেশ ভালোই কাটবে।

তুলাঃ আজ আপনার দাম্পত্য জীবন খুব একটা মধুর হতে নাও পারে। সংসারে নানান অশান্তি হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন।

বৃশ্চিকঃ আজ আপনার দিনটি খুব একটা সুখকর নয়। আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। বুঝে শুনে টাকা খরচ করুন। দেখে শুনে টাকা ঋণ নিন। বেশি চিন্তা করবেননা।

ধনুঃ আজ আপনার বেশ সুখকর হতে পারে। কাজের জায়গায় বেশ নাম ডাক হতে পারে। মান মর্যাদা বৃদ্ধি হতে পারে। কাজের জন্য প্রশংসা পেতে পারেন।

মকরঃ আজ আপনার অনেক দিনের ইচ্ছে পূরণ হতে পারে। মন দিয়ে কাজ করুন। আজ আপনার সুপ্ত ইচ্ছে পূরণ হতে পারে। দিনটি বেশ ভালোই কাটবে।

কুম্ভঃ আজ আপনার জন্য দিনটি বেশ সুখকর নয়। ব্যবসার কোনো কাজে বড় ক্ষতি হতে পারে। দেখে শুনে বন্ধু নির্বাচন করুন। সাবধানে থাকুন। মন দিয়ে নিজের ব্যবসার কাজ করুন।

মীনঃ আজ আপনি কোনো কাজে সঠিক সিদ্ধান্তে লাভবান হতে পারেন। মন দিয়ে মাথা ঠান্ডা রেখে নিজের কাজ করুন। ঠিক সাফল্য পাবেন। দিনটি বেশ ভালোই কাটবে।

Related Articles