whatsapp channel
Hoop NewsHoop Trending

Weather Update: কালবৈশাখীর দাপটে ফের বৃষ্টির সম্ভবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গে

বর্ষার আগমনের আগেই নিম্নচাপের জেরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সাক্ষী থেকেছে গোটা বাংলা। গরমে নাজেহাল মানুষ বৃষ্টির অপেক্ষায় দিন গুনছে। তাই এক পশলা বৃষ্টি যেন সারাদিনের ক্লান্তি মেটানোর পক্ষে যথেষ্ট। গত দুদিন ধরেই বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজেছিল গোটা বাংলা। এছাড়া উত্তর ও দক্ষিণ বঙ্গে বেশ কিছুদিন ধরেই ঝড় বৃষ্টি চলেছে। এবারে, সপ্তাহ শেষে ফের বৃষ্টির মুখোমুখি হবে বাংলা।

আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য

আজ কিছু জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহের শেষের দিকে ফের বৃষ্টি শুরু হবে। বিশেষ করে, আজ রাজ্যে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে। বিশেষ করে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হতে পারে কালবৈশাখী। আগামী শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। এবং, দক্ষিণ বঙ্গে গরম বাড়বে।

কোথায় কোথায় বৃষ্টি হবে

আজ কলকাতায় মাঝারি বৃষ্টির সম্ভবনা আছে। সপ্তাহ শেষে ফের কালবৈশাখীর দেখা মিলতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই ভারী বৃষ্টি হবে চলতি সপ্তাহের শেষের দিকে।

বর্ষা আসছে কবে

সাধারণত, আষাঢ় শ্রাবণ বর্ষার মাস। কিন্তু, সূত্র বলছে সময়ের আগেই বর্ষা ঢুকছে রাজ্যে। এবং এই বছর পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হবে। মৌসুমী বায়ু নির্ধারিত সময়ের আগে প্রবেশ করছে বলেই কম বৃষ্টিপাতের কোনো সম্ভবনা নেই। উল্লেখ্য, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী দুই তিন দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা প্রবল রয়েছে। এবং, আগামী ২৭ মে থেকে কেরালায় পৌঁছে যাচ্ছে মৌসুমী বায়ু। সুতরাং, বর্ষার আগমন সময়ের আগেই হতে চলেছে।

whatsapp logo