Bank Holidays: আগস্ট মাসে পুরো ১৪ দিন ব্যাংক বন্ধ থাকবে, দেখে নিন ছুটির তালিকা
সাধারণত ব্যাংক প্রতি মাসের প্রথম এবং তৃতীয় শনিবার খোলা থাকে। দ্বিতীয় ও চতুর্থ বন্ধ থাকে। খেয়াল করে দেখুন আগস্ট মাসে মোট ৪ টি রবিবার আছে। দ্বিতীয় ও চতুর্থ রবিবার ব্যাংক বন্ধ থাকে। সুতরাং চারটি রবিবার ও দুটি শনিবার মিলিয়ে মোট ছয়দিন ব্যাংক এমনিতেই বন্ধ থাকে। কিন্তু, ২০২৩ এর আগস্ট মাসে ব্যাংক বন্ধ থাকছে মোট ১৪ দিন (Bank Holidays in August)। আসলে, এই ছয় দিন ছাড়াও নানান উৎসব লেগে রয়েছে, যেই উৎসবে ছুটি ধার্য করেছে RBI। তাই, ওই ছুটির দিন ও ছয়দিন মিলিয়ে মোট ১৪ দিন বন্ধ থাকছে ব্যাংক। যদিও, অনলাইন পরিষেবা চালু থাকবে। অর্থাৎ, আপনি Phone Pay, Paytm, ইন্টারনেট ব্যাঙ্কিং, Google Pay এই সব চালিয়ে যেতে পারবেন।
আমাদের দেশে উৎসবের শেষ নেই। সারাবছর উৎসব চলতেই থাকে। এতে করে, ছুটির তালিকা দীর্ঘ হয়। তবে, সাধারণ মানুষ যারা ব্যাংকে সরাসরি গিয়ে কাজ করেন তাদের জন্য অসুবিধা হতে পারে। কারণ সকলেই তো আর ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা চালাতে পারে না। এমন অনেক বয়স্ক মানুষ আছেন যারা Google Pay, phone pay চালাতে পারেন না, এতে করে ১৪ দিন ছুটি থাকায় সমস্যা হতে পারে। সুতরাং যাবতীয় কাজ আগেই সেরে নিন।
চলুন দেখে নেওয়া যাক ঠিক কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকছে। এক্ষেত্রে, ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবাগুলি চালু থাকলেও সরাসরি ব্যাংকে গিয়ে কোনো কাজ করতে পারবেন না। নিম্নে প্রকাশিত ছুটির তালিকা RBI প্রদত্ত।
6 আগস্ট 2023 – রবিবার
8 আগস্ট, 2023 – টেন্ডং লো রাম ফট
12 আগস্ট 2023 – দ্বিতীয় শনিবার
13 আগস্ট 2023 – রবিবার
15 আগস্ট 2023 – স্বাধীনতা দিবস
16 আগস্ট 2023 – পারসি নববর্ষ (শাহেনশাহী)
18 আগস্ট, 2023 – শ্রীমন্ত শঙ্করদেবের তারিখ
20 আগস্ট 2023 – রবিবার
26 আগস্ট 2023 – চতুর্থ শনিবার
27 আগস্ট 2023 – রবিবার
28 আগস্ট 2023 – প্রথম ওনাম
29 আগস্ট 2023 – তিরুভোনম
30 আগস্ট 2023 – রক্ষা বন্ধন
31 আগস্ট 2023 – রক্ষা বন্ধন / শ্রী নারায়ণ গুরু জয়ন্তী / পাং-লাবসোল