TRP: নম্বর কমল এক ধাক্কায়, গীতার কাছে কি সিংহাসন হারাল ‘জগদ্ধাত্রী’!
টিআরপি তালিকা প্রকাশ্যে এল বৃহস্পতিবার। বিগত কয়েক সপ্তাহ ধরে প্রথম স্থানে যে সিরিয়ালটি রয়েছে সেটি হল জি বাংলার ‘জগদ্ধাত্রী’। এ সপ্তাহে ৮.৭ টিআরপি নিয়ে বাংলা সেরার সিংহাসনে বসেছে এই ধারাবাহিকটি। দ্বিতীয় স্থানে একসঙ্গে দুটি সিরিয়াল রয়েছে ‘গীতা LLB’ এবং ‘ফুলকি’। দুই ধারাবাহিকই পেয়েছে ৮.১ পয়েন্ট। ৭.৮ নম্বর নিয়ে তিন নম্বরে রয়েছে ‘নিম ফুলের মধু’। চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ এবং ‘কথা’। তাদের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭.২ এবং ৭.১।
ষষ্ঠ স্থানে রয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’ এবং ‘সন্ধ্যাতারা’। দুই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৯। সপ্তম স্থানে জায়গা পেয়েছে ‘কার কাছে কই মনের কথা’। এই সিরিয়ালটি পেয়েছে ৬.৭। আট নম্বরে রয়েছে ‘লাভ বিয়ে আজকাল’। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৬। ‘তোমাদের রাণী’ এবং ‘জল থই থই ভালোবাসা’ রয়েছে নয় নম্বরে। দুটি সিরিয়ালের দখলেই রয়েছে ৬.৫ নম্বর। ৬.১ নম্বর নিয়ে দশম স্থানে জায়গা পেয়েছে ‘তুমি আশেপাশে থাকলে’। এক নজরে সম্পূর্ণ টিআরপি তালিকা-
(১) জগদ্ধাত্রী- ৮.৭
(২) ফুলকি, গীতা LLB- ৮.১
(৩) নিম ফুলের মধু- ৭.৮
(৪) অনুরাগের ছোঁয়া- ৭.২
(৫) কথা- ৭.১
(৬) কোন গোপনে মন ভেসেছে, সন্ধ্যাতারা- ৬.৯
(৭) কার কাছে কই মনের কথা- ৬.৭
(৮) লাভ বিয়ে আজকাল- ৬.৬
(৯) তোমাদের রাণী, জল থই থই ভালোবাসা- ৬.৫
(১০) তুমি আশেপাশে থাকলে- ৬.১
(১১) হরগৌরী পাইস হোটেল- ৫.৮
(১২) আলোর কোলে- ৫.৬
(১৩) ইচ্ছে পুতুল- ৫.৪
(১৪) মিঠিঝোরা- ৪.৬
(১৫) রামপ্রসাদ, – ৪.১
(১৬) মিলি- ৩.৬
(১৭) মন দিতে চাই- ৩.৩
(১৮) চিনি- ৩.২
(১৯) শ্রীকৃষ্ণ লীলা- ২.৩
(২০) বোঝেনা সে বোঝেনা- ১.৮
রিয়েলিটি শো
(১) দিদি নাম্বার ওয়ান- ৬.৭
(২) সানডে ফিকশন ওভারঅল- ৬.০
(৩) দাদাগিরি- ৫.৭
(৪) ঘরে ঘরে জি বাংলা- ১.৪