ভারতের এক প্রত্যন্ত গ্রামে দেখা মিলল দুই মাথাওয়ালা বিরল সাপের, তুমুল ভাইরাল ভিডিও
ভারতের এক প্রত্যন্ত গ্রামে আবারো দেখা মিলল দুই মাথা বিশিষ্ট বিরল এক সাপের। গ্রামবাসীরা সাপটিকে একবাটি দুধ দিয়েছিল যদি সাপটি খায়। তবে এসব গ্রামবাসীদের কুসংস্কার ছাড়া কিছুই না, কারণ সাপ একেবারে মাংসাশী প্রাণী এরা কোন দিনই দুগ্ধ পান করেনা। এখনো গ্রামে গঞ্জে একটু অন্য রকমের সাপ বেরোলে গ্রামবাসীরা মা মনসা হিসাবে তাদেরকে পুজো করতে শুরু করে দেয়।
এক্ষেত্রেও অন্যথাও হয়নি, সাপ টি আকারে ছোট হলেও দুটো মাথা বিশিষ্ট। এমন বিরল ধরনের সাপ মাঝেমধ্যেই চোখে পড়ে। জন্মগত ত্রুটির কারণে এমনটা হয়ে থাকে। অনেকক্ষেত্রে দেখা যায় দুটি মাথার মধ্যে একটি মাথা মৃত থাকে অর্থাৎ কাজ করে না তবে কিছুদিন আগে আরেকটি ভিডিওতে দেখা গিয়েছিল যেখানে দুটি মাথায় সমান ভাবে কাজ করছে। বা সোশ্যাল মিডিয়া একটু চোখ বোলালেই দেখা যায় যে জোর দুইটি মাথা একসঙ্গে জল খাচ্ছে দুটি মাথা একসঙ্গে খাবার খাচ্ছে। তবে এমন অদ্ভুত দেখতে সাপ দেখতে রীতিমতন ভিড় জমিয়েছেন গ্রামবাসীরা।
তারা শুধুমাত্র দেখেননি তারা বিষয়টিকে পুরোপুরি ক্যামেরাবন্দি করে ভিডিও করে ছেড়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এমন কত কিছুইনা ঘটনা সোশ্যাল মিডিয়ায় দিনরাত ঘটতে দেখা যায়। সাদা কালো ছোপ ছোপ, ছোট আকারের চেহারায় এমন বিরল প্রজাতির সাপ সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সাথে সাথেই রীতিমতন ভাইরাল হয়েছে। গ্রামবাসীদের পাশাপাশি নেটিজেনরা এটি দেখে যথেষ্ট উত্তেজিত হয়েছেন।