সিলভার গয়নার ইউনিক ও স্টাইলিশ কয়েকটি সেরা ডিজাইন
এবার পুজোয় বাজিমাত করবে সিলভার গয়না। ট্র্যাডিশনাল শাড়ি অথবা শিফন কিংবা স্টাইলিশ পালাজো অথবা সুন্দর গাউন যে কোন কিছুর সঙ্গেই বাজিমাত করতে চলে এল সিলভার গয়না।
সিলভার গয়না বলতে রূপোর গয়না কে বোঝানো হচ্ছে না। তবে আপনার কাছে যদি রূপোর গয়না সম্ভার থাকে আপনি সেগুলোকে ভালো করেই ব্যবহার করতে পারেন। তবে পুজোর সময় বাইরে বেরোনোর জন্য অক্সিডাইসের গয়নাই ভালো।
নবমীর রাত্রে কোন কালো শাড়ির সঙ্গে বা কোন কালো ড্রেসের সঙ্গে খুব সহজেই চলে যেতে পারে এই সিলভার গয়না। তবে একটা কথা খেয়াল রাখতে হবে, গলায় যদি ভারী কিছু পরেন তাহলে কানের দুল ছোট রাখবেন। আর কানের দুল যদি বড় পরতে চান তাহলে গলায় কিছু না পরাটাই ভালো।
আপনার জন্য রইল সিলভার গয়নার কিছু ডিজাইন। পুজোর সব কেনাকাটা কমপ্লিট! কিন্তু পুজোর কেনাকাটার মধ্যে জামার সঙ্গে ম্যাচ করে গয়না কেনা ও একটা বড় কাজ বটে। তাই সে সবার ফেলে না রেখে চটপট দোকানে গিয়ে কিনে ফেলুন সিলভার গয়না।