Hoop Diary
পূর্ব ভারতের উড়িষ্যা রাজ্যে অবস্থিত গুন্ডিচা মন্দিরের অজানা রহস্য
পূর্ব ভারতের উড়িষ্যা রাজ্যে অবস্থিত পুরী শহরের উত্তর কোণে অবস্থিত একটি হিন্দু মন্দির হল গুন্ডিচা মন্দির। প্রতিবছরই আষাঢ় মাসে পরিসরে রথযাত্রায় অংশগ্রহণ করা হিন্দুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মন্দির।
এই মন্দির জগন্নাথ দেবের মাসির বাড়ি বা বাগান বাড়ি নামেও পরিচিত। মন্দিরটি বাগানের মধ্যে খানে অবস্থিত। চারিদিকে রয়েছে উঁচু পরীখাবেস্টিত। মন্দিরটি হালকা ধূসর বেলে পাথর দ্বারা নির্মিত এবং শিল্পগত ভাবে দেউল যুক্ত একটি নিপুন কলিঙ্গ স্থাপত্য-শৈলীর উদাহরণ পাওয়া যায় এই মন্দিরে।
রথযাত্রা শুরু হওয়ার প্রথম দিন আলাদা আলাদা রথে চড়িয়ে তিনটি দেবমূর্তিকে মূল মন্দির থেকে গুন্ডিচাতে নিয়ে যাওয়া হয়। শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে গুন্ডিচা মন্দিরে রথ যাত্রার একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।