BollywoodHoop Plus

Urfi Javed: প্রায় পোশাক ছাড়াই ক্যামেরার সামনে এলেন উরফি জাভেদ!

খুব সম্প্রতি আবারো উরফিকে দেখা গিয়েছে, তার অসাধারণ স্টাইলে। এখন নিজের নতুন সাজে নিজেই মুগ্ধ উরফি। শুধুমাত্র নিজে নয় অন্যদেরকেও তিনি মুগ্ধ করেন মাঝে মধ্যেই। এমন অদ্ভুত জিনিস দিয়ে তিনি পোশাক বানিয়ে ফেলেন যে তা দেখে সত্যিই মানুষ অবাক হয়ে যান। সম্প্রতি কাঠের ক্লিপ দিয়েই নিজের নতুন পোশাক বানিয়ে নিয়েছেন অভিনেত্রী। ক্লিপ দিয়েও যেমন পোশাক বানানো যায়, তার সত্যি না দেখলে বোঝাই যাবে না।

কখনো ফল দিয়ে, কখনো ফুল দিয়ে, কখনো ওয়াইনের গ্লাস দিয়ে কখনো আবার নিজের হাত দুটোকেই তিনি ব্যবহার করেন। তার গোপনাঙ্গ ঢেকে রাখার জন্য, তবে প্রথম থেকেই কিন্তু তিনি এমনটা ছিলেন না অর্থাৎ সালোয়ার কামিজ পরেও তাকে অনেকবারই অনুরাগীদের সামনে আসতে দেখা গেছে। কিন্তু ইদানিং সময় একটু বেশি খোলামেলাভাবে অনুরাগীদের সামনে হাজির হচ্ছেন।

তিনি পোশাক না পরলেও কিভাবে সামান্য পোশাকের ছোঁয়া গায়ে রাখা যায় তা কিন্তু খুব ভালো করে জানেন উরফি। মাঝে মাঝেই বিনা পোশাকে ক্যামেরার সামনে এসেছেন উরফি। তবে এ বার নতুন রূপে তিনি এলেন।পিছনে হালকা নীল মায়াবী দরজা আছে৷ ধূসর রং এর জিনস পরে দাঁড়িয়ে উরফি জাভেদ অদ্ভুত মায়াবি পরিবেশে ভরপুর সব দিক। কোমরে হাত রেখেছেন তিনি। তবে ঊর্ধ্বাঙ্গে সুতোও নেই। যা দেখে ভিরমি খেয়েছেন সবাই। তার সেই জায়গায় আছে স্টিকার। স্তনদ্বয়ের ঢাকা দিয়েছেন স্টিকার দিয়ে।

রূপোলি দুই হাতের আঁকা উরফির পাঁজরের উপর। সেখান থেকে উঠে এসে আঙুলগুলো উঠে এসেছে উপরে স্তনবৃন্ত যেন ঢাকা দিতে চাইছে। হাতে ধরা দুটি বল, তার রং লালচে বাদামি তাতেই কোনো রকমে ঢাকা পড়েছে স্তনবৃন্ত। জিন্‌সের সঙ্গে বেশ মানানসই সেই রূপোলি হাত দুটি, এমন ভাবেই ক্যামেরার সামনে এসে ফের চমকে দিলেন উরফি। চুলও তার কার্ল করা, থাকে থাকে সুন্দর সাজানো, বাঁধা আছে। পায়ে সাদা হিল জুতো, নীল দরজার আবহে যেন আরও খানিক মায়া ছড়ানো।

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)