whatsapp channel

Skin Care Tips: নামিদামি ক্রিম ছাড়ুন, ত্বকের যত্নে ভরসা রাখুন ঘরোয়া উপাদানে

ত্বকের যত্ন করার জন্য আমরা অনেক নামিদামি ক্রিম বাজার থেকে কিনে নিয়ে আসি, কিন্তু কেমন হয় যদি বাড়িতে থাকা সাধারণ উপাদান দিয়েই আপনি চটজলদি ত্বকের চর্চা করতে পারেন। Hoophaap এর…

Avatar

ত্বকের যত্ন করার জন্য আমরা অনেক নামিদামি ক্রিম বাজার থেকে কিনে নিয়ে আসি, কিন্তু কেমন হয় যদি বাড়িতে থাকা সাধারণ উপাদান দিয়েই আপনি চটজলদি ত্বকের চর্চা করতে পারেন। Hoophaap এর পাতায় দেখে নিন সহজ টিপস –

১) ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন মধু। যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক তারা মধুর সঙ্গে সামান্য পরিমাণে অ্যালোভেরা জেল এবং নারকেল তেল ব্যবহার করতে পারেন। শুষ্ক ত্বকে মধু ব্যবহার করলে ত্বক আরো শুকিয়ে যেতে পারে। সেক্ষেত্রে যাদের তৈলাক্ত ত্বক তারা শুধু মধু ব্যবহার করতে পারেন কাঁচা দুধের সঙ্গে মধু খুব ভালো একটি উপাদান মধু। যদি সপ্তাহে অন্তত তিন দিন মুখে লাগাতে পারেন, তাহলে দেখতে পারবেন আপনার ত্বক কত সুন্দর হয়ে গেছে।

২) ত্বক পরিষ্কার করতে ব্যবহার করতে পারেন কলার খোসা। কলা খেয়ে আমরা কলার খোসা ফেলে দি। কলার খোসার সঙ্গে খুব ভালো করে কফি পাউডার এবং চালের গুঁড়ো ভাল করে মিশিয়ে নিয়ে সঙ্গে পরিমাণ নতুন কাঁচা দুধ মিশিয়ে মিশ্রণটি মুখে লাগিয়ে আধ ঘন্টা রেখে দিয়ে ফেলেন এবং সপ্তাহে দুদিন যদি এটি করতে পারেন, তাহলে দেখবেন আপনার ত্বক কত সুন্দর হয়ে গেছে।

whatsapp logo