BollywoodHoop LifeHoop Plus

Madhuri Dixit: চুলের যত্ন নিতে মাধুরী দীক্ষিতের এই টোটকা আপনার কাজে লাগবেই

‘তেজাব’-এর পর কেটে গিয়েছে অনেকগুলি বছর। এখনও মাধুরীর মোহিনী ‘আদা’-য় বুঁদ সমগ্র ভারতবর্ষ। মাধুরী ম্যাজিক চলেছে ওটিটিতেও। ‘দ্য ফেম গেম’ ওয়েব সিরিজে ‘অনামিকা’ মাধুরী অনবদ্য। চল্লিশ কবেই পেরিয়ে গিয়েছেন। তবু এখনও আগের মতোই সুন্দরী মাধুরী। ক্রমশ তাঁর সৌন্দর্য যেন বেড়ে চলেছে। বহুদিন হল একটি ইউটিউব চ্যানেল লঞ্চ করেছেন মাধুরী। সেখানে অধিকাংশ সময় তাঁকে মারাঠি ভাষায় কথা বলতে শোনা যায়। এই চ্যানেলে এবার মাধুরী জানালেন, তাঁর লম্বা, ঘন, কালো চুলের সিক্রেট।

মাধুরী জানিয়েছেন, তিনি ঘরোয়া উপায়ে তৈরি একটি হেয়ার অয়েল ব্যবহার করেন তাঁর চুলের পরিচর্যার জন্য। এই হেয়ার অয়েলটি নারকেল তেল, কারিপাতা, পেঁয়াজ কুচি ও মেথি বীজের সংমিশ্রণ। এই সবকটি উপকরণ একসাথে মিশিয়ে একটি পাত্রে নিয়ে গ্যাসে বসিয়ে দেওয়ার পর যখন মিশ্রণটি ফুটে উঠবে, তখন তা ছেঁকে নামিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার পর কাঁচের বোতলে ভরতে হবে। এরপর বেশ কিছুদিন অবধি এই তেল ব্যবহার করা যায়।

কারিপাতা চুলকে অকালপক্কতার হাত থেকে রক্ষা করে। নারকেল তেল ও মেথি চুলের গোড়াকে শক্ত করে। পেঁয়াজ চুলে খুশকি রোধ করতে সাহায্য করে। তবে শ্যাম্পু করার আগের রাতে এই তেল ব্যবহার করতে হবে। শ্যাম্পু করার দুই ঘন্টা আগেও তেলটি ব্যবহার করা যায়। এরপর চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলা প্রয়োজন। কারণ এই ধরনের তেল চুলের জন্য ভালো হলেও চুলকে চিটটিটে করে দেয়। ফলে চুল ওঠার সম্ভাবনা তৈরি হয়।

যদি এই ধরনের তেল বাড়িতে তৈরি করতে অসুবিধা হয়, তাহলে বাজারে অথবা অনলাইনে বেশ কয়েকটি ভেগান ব্র্যান্ড রয়েছে যাদের সম্ভারে এই ধরনের তেল পাওয়া যাবে।

whatsapp logo